১ জানুয়ারি, ২০২৬

কন্যা সন্তানের মা হলেন মডেল নাদিয়া

দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সালহা খানম নাদিয়া নতুন বছরের শুরুতেই সুখবর জানালেন। প্রথমবারের মতো কন্যা সন্তানের বাবা-মা হলেন সালমান আরাফাত ও নাদিয়া দম্পতি।  বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি নিশ্চিত করেন এ অভিনেত্রী।

এদিন সন্ধ্যায় বেবি বাম্প ফটোশুটের একটি ছবি শেয়ার করে ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমাদের হৃদয় আজ ভরে উঠেছে। আমাদের সংসারে এসেছে কন্যাসন্তান। আল্লাহ তাআলা যেন তাকে হেফাজত করেন, সঠিক পথে পরিচালিত করেন, তার জীবন ভালোবাসা ও অফুরন্ত সুখে পরিপূর্ণ করে তোলেন।’

এই দম্পতি মেয়ের নাম রেখেছেন মেহরোজ নূর সানাহ। পোস্টে সকলের কাছে মেয়ের জন্য দোয়া চান নাদিয়া। তবে কবে নাগাদ মা হয়েছেন সে সম্পর্কে কিছুই জানাননি অভিনেত্রী।

শোবিজ ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত সালহা খানম নাদিয়া বিজ্ঞাপন, শর্টফিল্ম, মিউজিক ভিডিও, নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও কাজ করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য কিছু সিনেমা হলো ‘ড্রেসিং টেবিল’, ‘আইসক্রিম’ ও ‘রেডরাম’। এছাড়া কলকাতার একটি সিনেমায়ও কাজ করেছেন তিনি।

এদিকে, নাদিয়ার স্বামী সালমান আরাফাত নিজেও বিনোদন জগতের লোক। ২০২৪ সালের মাঝামাঝি সময়ে এই দম্পতি প্রথম তাদের বিয়ের খবর প্রকাশ্যে নিয়ে আসেন।

Home R3