২ জানুয়ারি, ২০২৬

‘জমিয়ত আমার প্রতি চরম অবিচার ও জুলুম করেছে’: নুরে আলম হামিদী
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা নাসির উদ্দিন মুনির ও মাওলানা নুরে আলম হামিদীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
জামিয়তে উলামায়ে ইসলামের প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলা ভঙ্গের কারণে সংগঠনের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম মজলিসে আমেলার সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে এই বহিস্কার কার্যকর করা হয়েছে।
এদিকে সদ্য বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দেওয়া মাওলানা শেখ নূরে আলম হামিদী তাঁর ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন, তিনি গত ২৪ ডিসেম্বর ব্যক্তিগত কারণে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের দলীয় সব পদ থেকে পদত্যাগ করেছেন।
পদত্যাগপত্র তিনি সংগঠনের কেন্দ্রীয় দায়িত্বশীলদের নিকট প্রেরণ করার পরও তাকে ‘বহিষ্কার’ করা হয়েছে মর্মে নোটিশ প্রকাশ করে তাঁর প্রতি চরম অবিচার ও জুলুম করা হয়েছে। তিনি জমিয়তে উলামায়ে ইসলামের এ ধরনের সিদ্ধান্ত ও প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
উল্লেখ্য, জামিয়া লুৎফিয়া আনওয়ারুল উলূম হামিদনগর বরুণা মাদরাসার নায়েবে সদরে মুহতামিম মাওলানা শেখ নুরে আলম হামিদী জমিয়ত থেকে পদত্যাগের পর মৌলভীবাজার-৪ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ও ১০ দলীয় জোটের সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন।
Home R3