৩১ ডিসেম্বর, ২০২৫

জামায়াত প্রার্থীকে সিলেট-৬ আসন ছেড়ে দিল খেলাফত মজলিস
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ সেলিম উদ্দিনকে সিলেট -৬ (গোলাপগঞ্জ-বিয়ানিবাজার) আসন ছেড়ে দিয়েছে খেলাফত মজলিস।
খেলাফত মজলিস মনোনীত দেওয়াল ঘড়ি মার্কার প্রার্থী মাওলানা সাদিকুর রহমান তার ফেসবুক আইডিতে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করে লিখেছেন, `জোটগত সিদ্ধান্তের কারণে তাকে সিলেট- ৬ আসন থেকে সরে দাঁড়াতে হয়েছে।’
তিনি আরও বলেন, ‘নির্বাচনের জন্য আমার সবধরনের প্রস্তুতি থাকলেও আসন ছাড়ের এই ত্যাগ শুধু জোটের বৃহত্তর স্বার্থে।’
তিনি আশাবাদী দেশের অন্যান্য আসনেও জোটের অন্যান্য শরীকরাও একে অপরকে ছাড় দিয়ে জোটকে শক্তিশালী করবেন।
তবে শেষ মুহূর্তে জোটগতভাবে আসন ছেড়ে দেওয়ায় সিলেট-৬ আসনে হতাশ ও ভেঙে পড়েছেন খেলাফত মজলিস প্রার্থী মাওলানা সাদিকুর রহমানের সমর্থক ও দলীয় নেতা-কর্মীরা।
উল্লেখ্য, মাওলানা সাদিকুর রহমান যুক্তরাজ্য প্রবাসী। তিনি খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বাড়ী গোলাপগঞ্জ উপজেলার বুধবারী বাজার ইউনিয়ন। তিনি দীর্ঘদিন যাবত গোলাপগঞ্জ ও বিয়ানিবাজার উপজেলার মানুষের সুখ- দুঃখের সাথী হয়ে এলাকার উন্নয়নের জন্য কাজ করছিলেন।