আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থীরা সারাদেশে ৩৪০৭টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরমধ্যে দাখিল করেছেন ২৫৮২টি।
সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন বিকাল ৫টা পর্যন্ত হালনাগাদ করা এ পরিসংখ্যান তুলে ধরেছে ইসির কেন্দ্রীয় সমন্বয় কমিটি।
সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি ৬৩৮টি মনোনয়নপত্র উত্তোলন হয়েছে ঢাকা অঞ্চল থেকে। এছাড়া রংপুর থেকে ৩৩৮টি, রাজশাহী থেকে ৩২৯, খুলনা থেকে ৩৫৮, বরিশাল থেকে ২১২, ফরিদপুর থেকে ১৬৫, ময়মনসিংহ থেকে ৪০২, সিলেট থেকে ১৭৬, কুমিল্লা থেকে ৪৯৬ এবং চট্টগ্রাম অঞ্চল থেকে ২৯৩টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
এর মধ্যে সবচেয়ে বেশি ৪৪৪টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে ঢাকায়। এছাড়া রংপুর থেকে ২৭৮টি, রাজশাহী থেকে ২৬০, খুলনা থেকে ২৭৬, বরিশাল থেকে ১৬৬, ফরিদপুর থেকে ১৪৪, ময়মনসিংহ থেকে ৩১১, সিলেট থেকে ১৪৬, কুমিল্লা থেকে ৩৬৫ এবং চট্টগ্রাম অঞ্চল থেকে ১৯৪টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।
তফসিল অনুযায়ী, বাছাই, আপিল, নিষ্পত্তি শেষে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ ও পরদিন থেকে প্রচারণার সুযোগ রয়েছে। সেক্ষেত্রে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭ পর্যন্ত প্রচারণা করা যাবে।
ভোট হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭ টা থেকে বিকাল সাড়ে টা পর্যন্ত; একইসঙ্গে গণভোটও হবে।