জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ছেড়ে মাওলানা মামুনুল হকের বাংলাদেশ খেলাফত মজলিসে (রিকশা মার্কা) যোগ দিয়েছেন চট্টগ্রামের আলোচিত হেফাজত নেতা মাওলানা নাছির উদ্দীন মুনির।
গত বুধবার এই আসনে মনোনয়নপত্র সংগ্রহ করে সোমবার চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র প্রথম জমা দিয়েছেন বলে জানা গেছে।
মাওলানা নাছির উদ্দীন মুনির হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ছিলেন। এছাড়া হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান তিনি। হেফাজতের ‘আতুঁড়ঘর” চট্টগ্রামের হাটহাজারীতে তার প্রভাব রয়েছে। তিনি ১০ দলীয় নির্বাচনী জোট থেকে চট্টগ্রাম-৫ আসনে নির্বাচন করবেন বলে জানান।
উল্লেখ্য, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সঙ্গে চারটি আসনে নির্বাচনি সমঝোতা করেছে বিএনপি। এসব আসনে জমিয়েতর প্রার্থীরা তাদের দলীয় ‘খেজুর গাছ’ প্রতীকে নির্বাচন করবেন।
সমঝোতা অনুযায়ী এ চার আসনে বিএনপির প্রার্থী থাকবে না, একইভাবে সারা বাংলাদেশে অন্যান্য আসনে জমিয়তের কোনো প্রার্থী থাকবে না। মাওলানা নাছির উদ্দীন মুনির চট্টগ্রাম-৫ আসনে জমিয়তের দলীয় মনোনয়ন পেয়েছিলেন।
গত রোববার মাওলানা নাছির উদ্দিন মুনির তার ব্যক্তিগত ফেসবুক ওয়ালে একটি পোস্ট করেন। সেখানে তিনি জমিয়ত ছেড়ে খেলাফতে যোগ দেয়ার বিষয়টি উল্লেখ করেন।