২৮ ডিসেম্বর, ২০২৫

জামায়াত জোটে যোগদান নিয়ে এনসিপির ৩০ নেতার ‘বিদ্রোহ’

জামায়াতে ইসলামীসহ আট দলীয় জোটের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আসন সমঝোতা বা জোট গঠনের উদ্যোগ নিয়ে আপত্তি জানিয়েছেন দলটির ৩০ জন কেন্দ্রীয় নেতা।

এনসিপির একজন যুগ্ম সদস্য সচিব বিষয়টি নিশ্চিত করেছেন।

‘আপত্তির’ কথা জানিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে শনিবার স্মারকলিপি দেওয়া হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন সেই নেতাদের একজন, রফিকুল ইসলাম আইনী, তিনি এনসিপির একজন সংগঠক। তিনি বলেন, “আপত্তির বিষয়টি আমরা লিখিতভাবে আহ্বায়ককে জানিয়েছি।”

জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের গড়া রাজনৈতিক দলটির এই কেন্দ্রীয় সদস্যরা স্মারকলিপিতে বলেছেন, “জামায়াতে ইসলামীর রাজনৈতিক ইতিহাস, বিশেষ করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় তাদের স্বাধীনতাবিরোধী ভূমিকা, গণহত্যায় সহযোগিতা এবং সে সময় সংঘটিত বিভিন্ন অপরাধ প্রশ্নে তাদের অবস্থান-বাংলাদেশের গণতান্ত্রিক চেতনা ও দলের মূল্যবোধের সঙ্গে মৌলিকভাবে সাংঘর্ষিক।”

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা পর থেকেই শাপলা কলি প্রতীক নিয়ে নির্বাচনের মাঠে নেমেছে এনসিপি। ইতোমধ্যে তারা শতাধিক আসনে প্রার্থীও ঘোষণা করেছে।

সেই জোট গঠনের তিন সপ্তাহ না যেতেই জামায়াতের সঙ্গে দলটির আসন নিয়ে দর কষাকষি হওয়ার খবর এল।