১৯ জানুয়ারি, ২০২৬

ভালোবাসায় ঘেরা মুহূর্তে সবার আশীর্বাদ চাইলেন রাফসান

বিয়ের পিঁড়িতে বসছেন গায়িকা জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব। আজ বুধবার বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন তারা। ফেসবুকে অনুষ্ঠানের কিছু স্থিরচিত্র প্রকাশ করে নতুন জীবনের জন্য সবার দোয়া চেয়েছেন রাফসান।

রাফসান সাবাব লিখেছেন, ‘আমাদের যুগলজীবনের নতুন যাত্রার শুরুতে, বন্ধু, পরিবার ও প্রিয়জনদের ভালোবাসায় ঘেরা এই মুহূর্তে, আপনাদের আশীর্বাদ চাই। আজ আমরা একসাথে জীবনের নতুন অধ্যায়ে পদার্পণ করছি।’

বিয়ের আনুষ্ঠানিকতার ফাঁকে একটি ভিডিও ক্লিপও পোস্ট করেছেন রাফসান। তাতে গায়েহলুদ আয়োজন থেকে বিয়ের আনুষ্ঠানিকতার বিভিন্ন মুহূর্ত উঠে এসেছে। ভিডিওটি শুরু হয় রাফসান ও জেফারের কবুল বলার মধ্য দিয়ে। বিয়েতে দুজনকেই সাদা পোশাকে দেখা যায়।

ভিডিওর অন্য একটি অংশে রাফসানের অনুভূতি জানতে চান জেফার। উত্তরে রাফসান বলেন, ‘ফুল ফিলিং’। আরেকটি অংশে জীবনের আগের পরিস্থিতির সঙ্গে তুলনা করে রাফসান জানান, জীবনে আগে অনেক কিছু ঘটছিল এবং একধরনের অস্থিরতা ছিল। কিন্তু বর্তমানে সবকিছু শান্ত এবং তিনি এখন শান্তিতে আছেন।

এদিকে রাফসান-জেফারের বিয়ের পর নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন বিনোদন অঙ্গনের অনেকে। অভিনয়শিল্পী সাফা কবির পোস্টটি শেয়ার করে লিখেছেন, ‘এটা সত্যিই অপূর্ব সুন্দর। চোখ ফেরানো যাচ্ছে না। আনন্দে আমার বুক ভরে উঠছে, চোখ যেন খুশির অশ্রুতে ভরে উঠেছে। দুটি সুন্দর আত্মা একত্র হওয়ার পথে আল্লাহ যেন তাঁদের আশীর্বাদে ভরিয়ে দেন। আল্লাহ আপনাদের অশেষ ভালোবাসা ও অফুরন্ত বরকত দান করুন।’

নবদম্পতির সঙ্গে নিজের ছবি শেয়ার করে অভিনেত্রী সাবিলা নূর লিখেছেন, ‘যখন তোমার সবচেয়ে কাছের বন্ধুরা একে অপরকে বিয়ে করে। অভিনন্দন জেফার ও রাফসান সাবাব।’

পরিচালক আদনান আল রাজীব লিখেছেন, ‘আগামীর জীবন সুন্দর হোক। দুজনের জন্যই রইল আন্তরিক দোয়া ও শুভকামনা।’

ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে দুই পরিবারের সদস্য ও শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আয়োজন করা হয়। সকালে তাঁদের গায়েহলুদ আর সন্ধ্যায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।