৫ জানুয়ারি, ২০২৬

বরিশালে মদিনাতুল উলুম নুরানিয়া ও হাফিজিয়া মাদরাসায় আগুন

বরিশাল নগরীর উপকণ্ঠে সফিমিয়ার গ্যারেজ এলাকায় অগ্নিকাণ্ডে একটি মাদরাসা সম্পূর্ণ পুড়ে গেছে। শনিবার (৩ জানুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় বাসিন্দা সামসুল হুদা রিপন জানান, সফিমিয়ার গ্যারেজ এলাকায় মজনু মেম্বারের মালিকানাধীন একটি আধা-পাকা টিনশেড ভবন ভাড়া নিয়ে ‘মদিনাতুল উলুম নুরানিয়া ও হাফিজিয়া মাদরাসা এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং’ পরিচালিত হচ্ছিল। ওই মাদরাসায় প্রায় ৫০ জন আবাসিক শিক্ষার্থী ছিল। আছরের নামাজ আদায়ের জন্য শিক্ষার্থীরা মসজিদে যাওয়ার পর হঠাৎ ভবনটিতে আগুন লাগে। অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং পুরো ভবনটি পুড়ে যায়।

 

বরিশাল সদর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার রবিউল আল আমিন জানান, খবর পেয়ে সন্ধ্যা ৬টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তাদের দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

 

তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।