৪ জানুয়ারি, ২০২৬

সিলেট-১ আসনে খেলাফত মজলিসের তাজুল ইসলাম হাসানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

সিলেট-১ আসন (সদর ও মহানগর) খেলাফত মজলিস মনোনীত প্রার্থী হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

 

শনিবার (৩ জানুয়ারি) সকালে সিলেটের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. সারওয়ার আলম এই ঘোষণা দেন।

 

হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান খেলাফত মজলিস সিলেট মহানগরের সভাপতির দায়িত্ব পালন করছেন। ইতিমধ্যে সিলেট-১ আসনের সর্বত্র খেলাফত মজলিসের দলীয় প্রতীক দেওয়াল ঘড়ির নির্বাচনী গণসংযোগ ও প্রচার-প্রচারণা করে সাধারণ ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন।

মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মাওলানা তাজুল ইসলাম হাসান বলেন, ‘খেলাফত মজলিসের পক্ষে যে গণজোয়ার তৈরি হয়েছে, ইনশাআল্লাহ, আগামী নির্বাচনে আমরা বিজয়ী হব।’

Home R3