৩১ জানুয়ারি, ২০২৬

বরিশালবাসী দীর্ঘ দিন ধরে বৈষম্য ও অবহেলার শিকার: চরমনোই পীর

বরিশাল মহানগরীর বেলতলা বাজারে গত বুধবার বিকেলে পথসভা ও গণসংযোগ কর্মসূচি পালন করেছেন হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি ফয়জুল করীম।

এ সময় তিনি সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন, তাদের খোঁজখবর নেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা মনোযোগ সহকারে শোনেন।

পথসভায় তিনি বরিশালকে একটি ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও দুর্নীতিমুক্ত নগরী হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

মুফতি ফয়জুল করীম বলেন, ‘বরিশালবাসী দীর্ঘ দিন ধরে বৈষম্য ও অবহেলার শিকার। আমি ক্ষমতার রাজনীতি নয়, বরং জনকল্যাণ ও ইনসাফের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই। বরিশালবাসীর আশা-আকাক্সার প্রতীক হাতপাখা। এই প্রতীকের মাধ্যমে বরিশালবাসী একটি নতুন, পরিচ্ছন্ন ও নৈতিক নেতৃত্ব বেছে নিতে পারবে ইনশাআল্লাহ।’

তিনি আরো বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, যানজট নিরসন, মাদকমুক্ত সমাজ গঠন এবং নাগরিক সেবা সহজীকরণ হবে তার অগ্রাধিকার। জনগণের সহযোগিতা ও দোয়াই তাকে এই পথে এগিয়ে নিতে শক্তি জোগাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।