২৩ জানুয়ারি, ২০২৬

ইসলামি রাজনীতি
সিলেট-৫

মুফতি আবুল হাসানকে বিজয়ী করতে জামায়াত-খেলাফতের যৌথ প্রস্তুতি সভা

মুফতি আবুল হাসানকে বিজয়ী করতে জামায়াত-খেলাফতের যৌথ প্রস্তুতি সভা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ আসনে ইসলামি ও সমমনা ১০ দলীয় নির্বাচনি ঐক্য মনোনীত প্রার্থী মুফতি আবুল হাসানকে বিজয়ী করতে জামায়াতে ইসলামী ও খেলাফত মজলিসের যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাত ৮টায় সিলেট মহানগরীর একটি মিলনায়তনে সিলেট জেলা ও মহানগর জামায়াতে ইসলামী এবং খেলাফত মজলিসের শীর্ষ নেতৃবৃন্দ এ সভায় অংশ নেন।

সভায় বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ইসলামী মূল্যবোধ, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সিলেট-৫ আসনে জোট মনোনীত প্রার্থীর বিজয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্য অর্জনে সব ধরনের ব্যক্তিগত ও দলীয় সংকীর্ণতা পরিহার করে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

যৌথ পরামর্শ সভায় উপস্থিত ছিলেন জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আবুল হাসান, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব হাফিজ আনোয়ার হোসাইন খান, খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান, অধ্যক্ষ আব্দুর হান্নান, মাওলানা মুখলিসুর রহমান, মাওলানা শামছুদ্দিন মুহাম্মদ ইলিয়াস, সিলেট জেলা ও মহানগর জামায়াতে ইসলামী এবং খেলাফত মজলিসের নেতৃবৃন্দ।

বৈঠক শেষে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের উদ্দেশে একাধিক দিকনির্দেশনা প্রদান করা হয়। নির্দেশনায় বলা হয়, আগামী দিনে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে যৌথভাবে নির্বাচনী প্রচারণা চালাতে হবে, সাধারণ মানুষের দোরগোড়ায় গিয়ে জোটের প্রার্থীর বার্তা পৌঁছে দিতে হবে এবং বিজয় নিশ্চিত করতে সর্বোচ্চ ত্যাগ ও শ্রম দিয়ে নির্বাচনী মাঠে সক্রিয় থাকতে হবে।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, জামায়াত ও খেলাফত মজলিসের এই সুসংগঠিত ও ঐক্যবদ্ধ উদ্যোগ সিলেট-৫ আসনে জোট মনোনীত প্রার্থী বিজয়ী হবেন।

Home R3