সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ও ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী মাওলানা মুসলেহ উদ্দীন রাজুর রিক্সা মার্কার সমর্থনে গণজোয়ার সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দিনভর ফেঞ্চুগঞ্জের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা চলাকালে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং বিপুল সমর্থন লক্ষ্য করা গেছে। বিশেষ করে সেনপুর ও কটালপুর বাজারে আয়োজিত মিছিলে হাজার হাজার মানুষের উপস্থিতি নির্বাচনি সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে।
বাদ জোহর ফেঞ্চুগঞ্জ পশ্চিম বাজারে গণসংযোগ ও পথসভার মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এ সময় রিক্সা মার্কার প্রার্থী মাওলানা মুসলেহ উদ্দীন রাজুর সাথে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ, ফেঞ্চুগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা এমরান আহমদ চৌধুরী, জেলা জামায়াত নেতা রুকনুজ্জামান এবং মাইজগাঁও ইউনিয়ন আমির ও বর্তমান ইউপি সদস্য জিয়াউল হক তুলাসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, এলাকার উন্নয়ন ও ইনসাফ কায়েমের জন্য রিক্সা মার্কার বিকল্প নেই। আগামী ১২ ফেব্রুযারি ইনশাআল্লাহ রিক্সা মার্কার বিজয় নিয়ে আমরা ঘরে ফিরব।
এ দিন বাদ আসর মনিপুর চা বাগানে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। চা শ্রমিকদের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন রিক্সা মার্কার প্রার্থী মাওলানা মুসলেহ উদ্দীন রাজু।
এ সময় তিনি প্রতিশ্রুতি দেন, আমি নির্বাচিত হলে ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা হবে।
এই পথসভায়ও সাবেক উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ আল হুসাইন, উপজেলা জামায়াত আমির ইমরান আহমদ চৌধুরী, ৩নং ঘিলছড়া ইউনিয়নের মেম্বার শফিকুর রহমান এবং বাংলাদেশ খেলাফত মজলিস ফেঞ্চুগঞ্জ উপজেলার সভাপতি ফয়জুল ইসলাম ফয়েজ উপস্থিত ছিলেন।
সন্ধ্যায় ফেঞ্চুগঞ্জের বিআইডিসি মসজিদে মাগরিবের নামাজ আদায় শেষে মুসল্লিদের সাথে দীর্ঘ সময় কুশল বিনিময় করেন মাওলানা রাজু। এরপর পালবাড়ি বাজারে ব্যবসায়ী ও সাধারণ জনগণের সাথে গণসংযোগ শেষে কটালপুর অভিমুখে বিশাল মিছিল নিয়ে রওয়ানা হন কর্মী-সমর্থকরা।
এরপর কটালপুর বাজারে নির্বাচনি কার্যালয় উদ্বোধন এবং সেনপুর ও কটালপুর বাজারের গণসংযোগ ও মিছিল করা হয়। এ সময় রিক্সা মার্কার সমর্থনে মিছিলে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, সাধারণ মানুষের মধ্যে এই প্রার্থীকে নিয়ে যে উন্মাদনা দেখা গেছে, তা আগে কখনো দেখা যায়নি। মিছিল শেষে কটালপুর বাজারে অবস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের নির্বাচনি কার্যালয়ে এক পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় মাওলানা মুসলেহ উদ্দীন রাজু বলেন, সেনপুর-কটালপুরের মানুষের এই অকৃত্রিম ভালোবাসা আমার জীবনের বড় পাওয়া। আমি আপনাদের শাসক নয়, পাহারাদার হতে চাই। আগামী ১২ ফেব্রুয়ারি রিক্সা মার্কায় ভোট দিয়ে আপনারা এই জনপদে ইনসাফ কায়েমের সুযোগ দিন।