১২ জানুয়ারি, ২০২৬

ইসলামি রাজনীতি
কিশোরগঞ্জ-১

প্রার্থিতা ফিরে পেলেন খেলাফত মজলিসের নায়েবে আমির আহমদ আলী কাসেমী

প্রার্থিতা ফিরে পেলেন খেলাফত মজলিসের নায়েবে আমির আহমদ আলী কাসেমী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনে খেলাফত মজলিস প্রার্থী হিসেবে হেফাজতের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

গত মঙ্গলবার নির্বাচন কমিশনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে তিনি আপিল করেছিলেন। শনিবার শুনানিতে তার মনোনয়ন বৈধ করা হয়।

তিনি বলেন, আমার সব কাগজপত্র যথাযথভাবে জমা দেওয়া হয়েছিল। তারপরও শুধু আয়-ব্যয়ের হিসাব দেওয়ার পদ্ধতিগত সমস্যার অজুহাত দেখিয়ে আমার মনোনয়নটি বাতিল করে দেওয়া হয়, এটা উচিত হয়নি। আমি তখনই তাদের আপত্তি জানিয়েছিলাম। আজ আপিলে আমার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

প্রসঙ্গত, মাওলানা আহমদ আলী কাসেমী হেফাজত ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির, এছাড়াও তিনি খেলাফত মজলিসেরও কেন্দ্রীয় নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বর্তমানে ঢাকার হাজারীবাগে বসবাস করেন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ সদরের যশোদল এলাকায়।  তার শৈশব-কৈশোর ও বেড়ে ওঠা কিশোরগঞ্জেই।  তিনি আল জামিয়াতুল ইমদাদিয়ার সাবেক ছাত্র।  এই ধর্মীয় প্রতিষ্ঠানটি কিশোরগঞ্জের ধর্মপ্রাণ মানুষের কাছে ব্যাপক সমাদৃত।