৩০ জানুয়ারি, ২০২৬

সিনেমাকে বিদায় জানালেন অনন্ত-বর্ষা

সিনেমা থেকে আপাতত সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিল এবং তার স্ত্রী অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা। ব্যবসায়িক ব্যস্ততা ও সংকটের কারণে তারা এখন চলচ্চিত্রে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন।

সম্প্রতি অনন্ত জলিল নিজেই এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, বর্তমানে তার গার্মেন্টস ব্যবসা ভালো যাচ্ছে না। কারখানায় কর্মীর সংখ্যাও আগের তুলনায় অনেক কমে গেছে। এমন পরিস্থিতিতে সিনেমার কাজ চালিয়ে যাওয়ার বদলে পুরো মনোযোগ ব্যবসায় দিতে চান তিনি।

অনন্ত জলিল বলেন, ‘সিনেমা করলেও সিনেমার জন্য পাগল ছিলাম না। বিজনেস মাইন্ডের মানুষ হওয়ায় শুটিংয়ের ফাঁকেও ব্যবসার খোঁজ রাখতাম। এখন ব্যবসা ভালো অবস্থায় না থাকলে সিনেমায় যাওয়া ঠিক হবে না। কঠিন সময় এলে আমি সব মনোযোগ ওই দিকেই দিই।’

এ কারণে অনন্ত জলিল ও বর্ষা আপাতত কোনো নতুন সিনেমায় কাজ করবেন না বলে জানিয়েছেন। এতে তাদের নিয়ে নির্মাণাধীন সিনেমাগুলোর ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

দেড় যুগ আগে বড় পর্দায় অভিষেকের পর থেকে অনন্ত জলিল প্রতিটি সিনেমাতেই স্ত্রী বর্ষার সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যখন সিনেমা করব, আবার একসঙ্গেই করব। না করলে দুজনের কেউই করব না। সিনেমা আমাদের পেশা নয়, শখের জায়গা।’

বর্তমানে এই জুটির দুটি সিনেমার শুটিং এখনো পুরোপুরি শেষ হয়নি। এসব ছবির ভবিষ্যৎ সম্পর্কে অনন্ত জলিল বলেন, ভালো সময় এলে কাজ শেষ করবেন, নইলে তা আর এগোবে না। উল্লেখ্য, তার প্রযোজিত ও অভিনীত ‘নেত্রী দ্য লিডার’ এবং ‘অপারেশন জ্যাকপট’ সিনেমার শুটিং এখনো অসম্পূর্ণ রয়েছে।