Screenshot
বৃহত্তর সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার ফুযালা পরিষদ প্রাক্তন ছাত্রদের নিয়ে ‘ফুযালা সম্মেলন ২০২৬’ আয়োজন করেছে।
আগামী ৭ ফেব্রুয়ারি (শনিবার) জামেয়া মিলনায়তনে দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হবে।।
জামেয়া কর্তৃপক্ষ জানিয়েছে, সম্মেলনে ফুযালা তথা প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলার পাশাপাশি থাকছে বহুমুখী আয়োজন। এর মধ্যে রয়েছে শিক্ষকদের দিকনির্দেশনা এবং দেশবরেণ্য স্কলারদের বিষয়ভিত্তিক আলোচনা।
এ ছাড়া ফাযিলদের অভিব্যক্তি প্রকাশ এবং বিশেষ সম্মাননা হিসেবে ‘তোহফায়ে তাকরিম’ প্রদানের কর্মসূচিও রাখা হয়েছে।
সম্মেলনে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে জামেয়া কর্তৃপক্ষ।