২৫ জানুয়ারি, ২০২৬

নির্বাচনী মাঠের প্রচার-প্রচারণায় সরব ৫ প্রার্থী

সারা দেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঢামাঢোল বাঁজছে। গত ২১ জানুয়ারী প্রতীক বরাদ্ধ পেয়ে সারা দেশে নির্বাচনী মাঠের প্রচার-প্রচারণায় সরব হয়ে উঠেছেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা।

সারা দেশের ন্যায় ব্যতিক্রম নয় প্রবাসী অধ্যুষিত সিলেটের বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা নিয়ে গঠিত সিলেট-২ আসন। প্রচার-প্রচারণার প্রথম দিন থেকে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া।

সিলেট-২ আসনে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ৫ প্রার্থীর পক্ষে নির্বাচনী এলাকার বিভিন্ন অঞ্চলে পুরোদমে নিজেদের মনোনীত প্রার্থীর পক্ষে ও পছন্দের প্রতীককে আগামী ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী করতে আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণার কার্যক্রম শুরু করেছেন।

এই আসনে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির মনোনীত প্রার্থী ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা ‘ধানের শীষ’, ১০ দলীয় জোট ও খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুহাম্মদ মুনতাছির আলী ‘দেওয়াল ঘড়ি’, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী ‘লাঙ্গল’, ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মাওলানা আমির উদ্দিন ‘হাতপাখা’ ও গনফোরাম মনোনীত প্রার্থী মুজিবুল হক ‘উদিয়মান সূর্য্য’ প্রতীকে।

প্রবাসী অধ্যুষিত সিলেটের ‘বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা’ নিয়ে গঠিত সিলেট-২ আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৪ হাজার ৭৯৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৮ হাজার ৬১২ জন ও নারী ভোটার ১ লাখ ৮৬ হাজার ১৮৭ জন। এবারের ভোটার তালিকায় তরুণ ভোটার রয়েছেন ২০ হাজার ৭ জন। আগামী ১২ ফেব্রুয়ারী নির্বাচনী আসনের ৩ লাখ ৬৪ হাজার ৭৯৯ জন ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের প্রার্থীকে সংসদ সদস্য পদে নির্বাচিত করবেন।

নির্বাচনী প্রচার-প্রচারণার প্রথম দিন বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে সিলেট আলীয়া মাদ্রাসার মাঠে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে অনুষ্ঠিত ‘নির্বাচনী জনসভায়’ যোগদান করেন সিলেট-২ নির্বাচনী আসনের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী। সেখানে দলের চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও কেন্দ্রীয়-জেলা বিএনপির নেতৃবৃন্দ’সহ বক্তব্য রাখেন সিলেট-২ আসনের ধানের শীষের প্রার্থী তাহসিনা রুশদীর লুনা।

অন্যদিকে, একই দিনে বিশ্বনাথে ১০ দলীয় জোট ও খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুহাম্মদ মুনতাছির আলীর ‘দেওয়াল ঘড়ি’ প্রতীকের সমর্থনে প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ১০ দলীয় জোট ও খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ মুনতাছির আলী।

এছাড়া গনফোরাম মনোনীত প্রার্থী মুজিবুল হকের ‘উদিয়মান সূর্য্য’ জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরীর ‘লাঙ্গল’ ও ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মাওলানা আমির উদ্দিন ‘হাতপাখা’র সমর্থনে উপজেলা ও পৌরসভার বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়।

Home R3