বিশ্বের নানা দেশের সমসাময়িক ও শিল্পমানসম্পন্ন চলচ্চিত্রের মিলনমেলায় পরিণত হয়েছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর। গতকাল বিকেলে উৎসবের উদ্বোধন হয়েছে। উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হবে চীনের সিনেমা ‘দ্য জার্নি টু নো এন্ড’সহ আরও কয়েকটি সিনেমা। রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে আয়োজিত এই আন্তর্জাতিক উৎসবে অংশ নিচ্ছে বিশ্বের ৭০টিরও বেশি দেশের ২৪৬টি সিনেমা।
উৎসবের মূল ভেন্যু হিসেবে নির্ধারিত হয়েছে জাতীয় জাদুঘর, শিল্পকলা একাডেমি, আলিয়ঁস ফ্রঁসেজ ও স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় অডিটোরিয়াম। আজ রোববার উৎসবের অন্যতম ব্যস্ত দিন। আজ উৎসবজুড়ে বিভিন্ন মিলনায়তনে স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য মিলিয়ে মোট ৪৩টি সিনেমার প্রদর্শনী অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
বাংলাদেশ জাতীয় জাদুঘর (মূল মিলনায়তন)
আজ সকাল ১০টা ৩০ মিনিট থেকে প্রদর্শনীতে শর্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম বিভাগে দেখানো হচ্ছে বসনিয়া ও হার্জেগোভিনার স্নিমা সে (রেক), ব্রাজিলের টেম্পলস অব বের্তিওগা, বাহরাইনের এ বিউটিফুল এক্সকিউজ ফর আ ডেডলি সিন, বেলজিয়াম ও পর্তুগালের যৌথ প্রযোজনার রাফ (রেভেন)। একই মিলনায়তনে সিনেমা অব দ্য ওয়ার্ল্ড বিভাগে বিকেল ৩টায় প্রদর্শিত হচ্ছে চীনের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বি রু ফু জি (মাই ফাদার্স সন)। এ ছাড়া বাংলাদেশ প্যানোরমা ও স্বল্পদৈর্ঘ্য বিভাগে রয়েছে বাংলাদেশের কালার্স অব হোপ, ইন অ্যানাদার ওয়ার্ল্ড, প্রত্যাবর্তন, মিখাইল, অদৃশ্য দেয়াল, ময়া-দ্য নেম উই কল এবং যুক্তরাজ্যের ইনঅ্যানিমেট অবজেক্টস। সন্ধ্যা ৭টায় বাংলাদেশ প্যানোরমা পূর্ণদৈর্ঘ্য বিভাগে প্রদর্শিত হবে তানিম নূরের উৎসব।
জাতীয় জাদুঘর [সুফিয়া কামাল অডিটোরিয়াম]
এই মিলনায়তনে সকাল থেকে রাত পর্যন্ত চলবে শিশুতোষ ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রদর্শনী। বেলজিয়ামের ফাগনেস ১৯৮৬, ইরানের বাগ-এ-মোজ (দ্য বানানা গার্ডেন), গুয়াতেমালার লা উলতিমা নোচে দেল সিয়েলো, মিসরের হালিম, হায়ির ওয়া ইয়ামুত কুল ইয়োম এবং তাজিকিস্তানের ভয়েসেস অব দ্য মাউন্টেইনস আজকের উল্লেখযোগ্য প্রদর্শনী। এ ছাড়া চীনের চিংতং অ্যান্ড কুইহুয়া ছাড়াও বাংলাদেশের সম্পর্ক, ইনবর্ন, লাফ লাইনস, আবহমান, দ্য ফার্স্ট চাইল্ড এবং অ্যান ইভনিং উইথ আর্টিস্ট মনিরুল ইসলাম দেখানো হবে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি [জাতীয় চিত্রশালা মিলনায়তন]
আজ সিনেমা অব দ্য ওয়ার্ল্ড ও এশিয়ান ফিল্ম কম্পিটিশন বিভাগের সিনেমা প্রদর্শিত হবে। রাশিয়ার প্লানেটা (দ্য প্লানেট), তুরস্কের সিরা দিশি বির সেরাহ, সাইপ্রাসের এক্ট্রপি, ফিলিপাইনের সেপাক তাকরাও দর্শকদের জন্য উন্মুক্ত থাকছে। স্বল্পদৈর্ঘ্য বিভাগে রয়েছে দক্ষিণ আফ্রিকার কনচের্তো, তিউনিসিয়ার আল বাকুস, স্পেনের এল ক্যানন, জার্মানির মাদার লাভ এবং মরক্কোর উন্ড অব দ্য পাস্ট। এ ছাড়া ভারতের আজুর, ফিলিপাইনের কোনো বাশো (দিস প্লেস), চেক প্রজাতন্ত্রের রাঙিনকামান (রেইনবোর টেল) এবং সিঙ্গাপুরের আল আওদা প্রদর্শিত হবে।
আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা
এখানে আজ এশিয়ান ফিল্ম কম্পিটিশন বিভাগে শ্রীলঙ্কার প্যান্ট্রাম (দ্য আনসং অ্যান্টলিয়ন সং), ফিলিপাইনের কোনো বাশো (দিস প্লেস) এবং তাজিকিস্তানের মোহি দার শাস্ত (ফিশ অন দ্য হুক) প্রদর্শিত হবে।
স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ অডিটোরিয়াম
এই ভেন্যুতে আজ ভারতের ও পাপুয়া নিউগিনির যৌথ প্রযোজনার পাপা বুকা, রাশিয়ার পিসমো (দ্য লেটার), চীনের হাও হাও শুয়ো জাই জিয়ান (দ্য শোর অব লাইফ) এবং ইরানের বাগ-এ-মোজ (দ্য বানানা গার্ডেন) প্রদর্শিত হবে। আজকের দিনে উৎসবজুড়ে যে ২৬টি দেশ অংশ নেব সেগুলো হলো– বাংলাদেশ, চীন, ভারত, ইরান, রাশিয়া, তুরস্ক, সাইপ্রাস, ফিলিপাইন, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, পাপুয়া নিউগিনি, চেক প্রজাতন্ত্র, যুক্তরাজ্য, স্পেন, জার্মানি, বেলজিয়াম, পর্তুগাল, বসনিয়া ও হার্জেগোভিনা, ব্রাজিল, বাহরাইন, দক্ষিণ আফ্রিকা, তিউনিসিয়া, মরক্কো, মিসর, গুয়াতেমালা ও তাজিকিস্তান।