বাংলাদেশের হয়ে অভিষেক হয়ে গেছে হামজা চৌধুরীর। কানাডিয়ান প্রিমিয়ার লিগে খেলা সামিত সোমেরও সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সব ঠিক থাকলে প্রথমবারের মতো লাল-সবুজের জার্সিতে দেখা যাবে তাকে। এ ছাড়া ইতালি লিগে খেলা ফাহামিদুল ইসলাম ইতোমধ্যে যোগ দিয়েছেন বাংলাদেশ শিবিরে।
সিঙ্গাপুরের বিপক্ষে ১০ জুন এশিয়ান কাপ বাছাই ও ৪ জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ সামনে রেখে ২৬ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। যেখানে হামজা, সামিত সোম ছাড়াও ফাহামিদুলকে রাখা হয়েছে। এছাড়া ফরোয়ার্ড সুমন রেজা ফিরলেন অনেকদিন পর। ভারতের বিপক্ষে খেলা ২৩ জনের স্কোয়াড থেকে বাদ পড়েছেন চন্দন রায়।
আগামী ৩০ মে থেকে শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের প্রাথমিক দলে যোগ দিতে ইতালি থেকে বাংলাদেশে এসে পৌঁছেছেন ফাহামিদুল ইসলাম। বাংলাদেশ বিমানে ইতালির রোম থেকে আজ সকাল আটটা নাগাদ তিনি ঢাকা পৌছান। সব ঠিক থাকলে বাংলাদেশের মাটিতে প্রথম ম্যাচ খেলতে হামজা চৌধুরী ঢাকায় পা রাখবেন ২ বা ৩ জুন। ৪ জুন আসার কথা সামিত সোমের।
এদিকে, আগামী ১০ জুন জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠেয় বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচটি নিয়ে তুমুল আগ্রহ দেখা দিয়েছে সমর্থকদের মধ্যে। ম্যাচের টিকিট যেন সোনার হরিণ। ফুটবলপ্রেমীরা মোবাইল, ল্যাপটপ, ডেস্কটপসহ নানা ডিভাইস দিয়ে ঘণ্টার পর ঘণ্টা চেষ্টা করেও টিকিট কিনতে পারেননি। এর মধ্যেই গতকাল (মঙ্গলবার) বিকেলে বাফুফের টিকিটিং পার্টনার টিকিফাই তাদের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে লিখেছে, ‘টিকিট সেলস ক্লোজড।’
বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড
গোলরক্ষক : মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদি হাসান শ্রাবণ
রক্ষণভাগ : শাকিল আহাদ তপু, জাহিদ হাসান শান্ত, রহমত মিয়া, ঈসা ফয়সাল, তাজ উদ্দিন, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন
মধ্যভাগ : মোহাম্মদ হৃদয়, সৈয়দ শাহ কাজেম কিরমানি, সোহেল রানা, মুজিবুর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী, সামিত সোম
আক্রমণভাগ : ফাহামিদুল ইসলাম, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, ইমন শাহরিয়ার, মোহাম্মদ ইব্রাহিম, আল আমিন সুমন রেজা।