২২ জানুয়ারি, ২০২৬

সিলেট আলিয়ার মাঠে বিএনপির সমাবেশ শুরু, মঞ্চে তারেক রহমান

সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে ব্নিএনপির নির্বাচনী প্রতীকে ভোটের প্রচারণার সমাবেশ শুরু । সকাল ১১ টায় আলিয়ার মাঠে উৎসবের আমেজে জড়ো হওযা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভাষণ দিচ্ছেন দলীয় নেতাকর্মীরা ।

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ঐতিহাসিক সিলেটের আলিয়া এই মাঠে সিলেটবাসীর উদ্দেশে বক্তব্য রাখবেন তারেক রহমান। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতারা এরই মধ্যে ধানের শীষ প্রতীকের প্রচারনায় বক্তব্য দিচ্ছেন। তবে ্এখনো সমাবেশ পৌছাননি তারেক রহমান । দণের বিভিন্ন নেতাদের বক্তব্য প্রদানের পরই তিনি ভাষণ দেবেন । সকাল বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন নেতানেত্রীদের নেতৃত্বে নগরের বিভিন্ন দিক থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে একে একে মাঠে প্রবেশ করতে দেখা গেছে দণীয় নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজনকে।

এ উপলক্ষ্যে আলিয়ার মাঠে জড়ো হতে থাকেন দলটির নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দূর-দূরান্তের বিভিন্ন অঞ্চল থেকে এসে বুধবার রাত থেকেই মাঠে অবস্থান নিতে দেখা যায় লোকজনদের। তারেক রহমানের আগমনে সিলেট বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ। মিছিল- ব্যান্ডের শব্দে রীতিমতো মুখরিত সিলেটের রাজপথ। দলে দলে আলিয়া মাদরাসা মাঠ অভিমুখে নেমেছে মানুষের ঢল।তাদের মুখে বিএনপি এবং ধানের শীষের পক্ষে নানা শ্লোগান। কোনো কোনো দলে আবার আছে ব্যান্ড পার্টি।

এছাড়া বুধবার (২১ জানুয়ারি) রাত থেকেই বিভিন্ন উপজেলা ও জেলার নেতাকর্মীরা আলিয়া মাদরাসা মাঠে অবস্থন করেন। সময় যত গড়াচ্ছে মাঠ ও আশপাশের সড়কগুলোতে মানুষের উপস্থিতি বাড়ছে।

Home R3