রেমিট্যান্সযোদ্ধাদের অবদানের স্বীকৃতি দিতে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত সিলেট জেলার একশ প্রবাসীকে সম্মাননা দিয়েছে জেলা প্রশাসন।
‘প্রবাসী সম্মাননা-২০২৫’ উপলক্ষে শনিবার সকালে নগরের ক্বীন ব্রিজ এলাকা থেকে শোভাযাত্রা শুরু হয়ে রিকাবীবাজারের কবি নজরুল অডিটরিয়ামে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ, সিলেট জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলমসহ সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। পরে দুপুরে কবি নজরুল অডিটরিয়ামে প্রবাসীদের সম্মাননা প্রদান করা হয়।
যেসব ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হয় : সফল পেশাজীবী, সফল ব্যবসায়ী, সফল কমিউনিটি নেতা, সফল নারী উদ্যোক্তা, খেলাধুলায় সাফল্য অর্জনকারী এবং বাংলাদেশি পণ্য সংশ্লিষ্ট দেশে আমদানিকারক। এসব ক্যাটাগরিতে আবেদনের জন্য পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত জমা দিতে গুগল ফর্ম, ই-মেইল ঠিকানা দেওয়া হয়েছিল।
জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে সম্মাননার জন্য বিশ্বের ১১টি দেশে বসবাসরত সিলেটের ছয় শতাধিক প্রবাসী আবেদন করেছিলেন। যার মধ্য থেকে একশ প্রবাসীকে সম্মাননা দেওয়া হয়।