২ জানুয়ারি, ২০২৬

সংখ্যার চেয়ে কাজের মান গুরুত্বপূর্ণ: আরিফিন শুভ

নতুন বছর মানেই নতুন আশা, নতুন স্বপ্ন আর নতুন অঙ্গীকার। সাধারণ মানুষের মতোই বিনোদন অঙ্গনের তারকাশিল্পীদেরও থাকে নতুন স্বপ্ন। ব্যক্তিগত জীবন হোক বা পেশাগত লক্ষ্য– কীভাবে ২০২৬ সালকে আরও অর্থবহ এবং প্রেরণামূলক করে তুলতে চান- সেকথা জানিয়েছেন অভিনেতা আরিফিন শুভ।

আরিফিন শুভ বলেন, ‘নতুন বছর মানেই আমার কাছে বেশি কাজের তালিকা বানানো নয়। আমি বিশ্বাস করি, সংখ্যা নয়, কাজের মানই শেষ পর্যন্ত মানুষ মনে রাখে। অনেক বেশি কাজ কখনও করিনি, আর ভবিষ্যতেও সে রকম কোনো ইচ্ছা নেই।’

নতুন বছরের কাজের পরিকল্পনা নিয়ে শুভ বলেন, ‘নতুন বছরেও কম কাজ করব, কিন্তু এমন কাজ করব, যেগুলো মানুষ দেখবে, মনে রাখবে। বড় কোনো টার্গেট ঠিক করে এগোনোর মানুষ আমি নই। আমি চাইলে এই কয়েক বছরে অনেক বেশি কাজ করতে পারতাম। সুযোগ ছিল, প্রস্তাবও কম আসেনি। কিন্তু ইচ্ছা করেই নিজেকে সংযত রেখেছি। কারণ আমি জানি, প্রতিটি কাজের সঙ্গে নিজের নামটা জড়িয়ে যায়। সেই নামের দায় নিতে প্রস্তুত, কিন্তু তাড়াহুড়োর দায় নিতে চাই না।’

এই অভিনেতা বলেন, ‘নতুন বছরেও তাই আমার চাওয়া একটাই- তা ভালো কাজ। যে কাজ আমাকে একজন অভিনেতা হিসেবে তৃপ্তি দেবে, আর দর্শককে দেবে কিছু মনে রাখার মতো মুহূর্ত। সেটুকুই যথেষ্ট।’