১৭ ডিসেম্বর, ২০২৫

শীত বিলাসের জোর দাবি জানাই: তাসনিয়া ফারিণ অভিনেত্রী তাসনিয়া ফারিণ | ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ ছোটপর্দা থেকে বড়পর্দা সবখানেই সাফল্যের স্বাক্ষর রেখেছেন। শুধু অভিনয় নয়, নিজের বহুমুখী দক্ষতা আর মনোমুগ্ধকর উপস্থিতির ছাপ রেখে চলেছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ফারিণ বেশ সক্রিয়।


May be an image of one or more people and people smiling


বর্তমানে প্রকৃতিতে শীতের আগমনী বার্তা। ছয় ঋতুর দেশ বাংলাদেশে প্রতি বছরই শীতকাল আসে এক ভিন্ন আমেজ নিয়ে। এবার শীতের এই কড়া নাড়ার মুহূর্তে অভিনেত্রী তাসনিয়া ফারিণও জানালেন নিজের মনের কথা। সম্প্রতি এক পোস্টে তিনি শীত বিলাসের জোর দাবি জানিয়েছেন।



একগুচ্ছ ছবি শেয়ার করে তাসনিয়া ফারিণ লেখেন, ‘বসন্ত বিলাসের পাশাপাশি শীত বিলাসের জোর দাবি জানাই।’ বোঝাই যাচ্ছে, উষ্ণ বসন্তের মতোই শীতল শীতের আরাম ও সৌন্দর্য উপভোগ করতে চান এই অভিনেত্রী।

ফারিণের এই পোস্টে নেটিজেনদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। কমেন্ট বক্সে অসংখ্য অনুরাগী ফারিণের এই দাবির সঙ্গে একাত্মতা পোষণ করেছেন।

একজন নেটিজেন মন্তব্য করেছেন, ‘হেমন্তের মিষ্টি সন্ধ্যার শীতের আগমনী বার্তা! সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।’ আরেকজন অনুরাগী লিখেছেন, ‘শীত বিলাসও কিন্তু কম যায় না! শীতের রাতে গরম গরম চা আর পিঠার সাথে বসে গল্প করার মজাই আলাদা।’

Home R3