টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলতে বাংলাদেশ দলের ভারত সফর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ ভারতে গিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে চায় না। এই বিষয়ে একটি চিঠিও বিসিবি দিয়েছে আইসিসিকে।
এমনই সময় ক্রিকইনফো দাবি করে যে বিসিবিকে আইসিসি শক্তভাবে জানিয়ে দিয়েছে যে বিশ্বকাপে খেলতে হলে ভারতে গিয়ে খেলতে হবে, না হয় পয়েন্ট কাটা যাবে দলের। যদিও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন এই দাবি অসত্য।
তবে বিসিবির পরিচালক আসিফ আকবর জানিয়েছেন কেন বিসিবি ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, ‘নিরাপত্তার কারণে আমরা ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কারণ আমাদের মিডিয়া আছে, সমর্থক আছে, সংগঠক আছে এবং তাদের পরিবার আছে। যেখানে একজন বড় খেলোয়াড়ের নিরাপত্তা নিয়েই এত সমস্যা, সেখানে এত মানুষের নিরাপত্তার দায়িত্ব আমরা কীভাবে নেব? সেখানে কোনো দুর্ঘটনা হলে দায় নেবে কে?’
তবে আসিফ জানান, ওয়াক ওভার দেওয়ার মতো কাজ হোক, তা চান না তিনি। তার কথা, ‘আমরা আমাদের দর্শক, মিডিয়া, সংগঠক ও খেলোয়াড়দের নিরাপত্তার কথা ভাবছি। খেলোয়াড়রা ক্রিকেট খেলবে। কিন্তু নিরাপত্তার চিন্তা থাকলে তারা কীভাবে খেলবে? এখন যে কথাবার্তা হচ্ছে, সেখানে একটা বিষয় মনে রাখতে হবে। একবার অস্ট্রেলিয়া শ্রীলঙ্কায় খেলতে যায়নি। তারা ওয়াকওভার দিয়েছিল। আমরা এমন কোনো অস্বস্তিকর ঘটনা চাই না। আমরা চাই আইসিসি একটা সমাধানে আসুক। যেহেতু ভেন্যু ভারত ও শ্রীলঙ্কা, তাই আমরা শ্রীলঙ্কার পক্ষে থাকতে চাই।’
বিশ্বকাপ শুরুর আর এক মাসেরও কম সময় বাকি আছে, ঠিক এই সময়ে এই অনিশ্চয়তা তৈরি হয়েছে। ২০ দলের টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ৭ ফেব্রুয়ারি। টুর্নামেন্ট চলবে ৮ মার্চ পর্যন্ত। আয়োজক দেশ ভারত ও শ্রীলঙ্কা। ‘সি’ গ্রুপে থাকা বাংলাদেশের প্রথম তিনটি ম্যাচ কলকাতায়। এরপর একটি ম্যাচ হওয়ার কথা মুম্বাইয়ে।