বাংলাদেশের অনুরোধ রাখছে না আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। শ্রীলঙ্কায় সরানো হবে না টাইগারদের ম্যাচ। বিশ্বকাপ খেলতে হলে ভারতেই যেতে হবে বাংলাদেশ ক্রিকেট দলকে।
সোমবার ভারতীয় মিডিয়া ছাড়াও আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি লিখেছে, বিশ্বকাপ খেলা-না খেলার সিদ্ধান্ত জানাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ২১ জানুয়ারি সন্ধ্যা ৭টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছে আইসিসি।
এএফপি জানায়, বাংলাদেশের বিকল্প দলও ঠিক করে রেখেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। বাংলাদেশের জায়গায় সুযোগ দেওয়া হবে স্কটল্যান্ডকে। সে হিসাবে বিসিবির চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য খুব বেশি সময় হাতে নেই। টি২০ বিশ্বকাপ যতই ঘনিয়ে আসছে, ততই বাংলাদেশের অংশগ্রহণের সম্ভাবনা ক্ষীণ হচ্ছে।
তবে বিসিবির দাবি, আইসিসি থেকে এ রকম কোনো কিছু বলা হয়নি তাদের। মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানান, বিসিবির কাছে এমন কোনো সময় নির্ধারণ করে দেয়নি আইসিসি।
এদিন আরও একটি খবর সত্য নয় বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যের দৈনিক গালফ নিউজ। বাংলাদেশ বিশ্বকাপে না খেলতে পারলে পাকিস্তানও তাদের নাম সরিয়ে নিতে পারে– পাকিস্তান মিডিয়ায় ছড়িয়ে পড়া এই খবর যে সত্য নয়, সেটি পিসিবির সূত্র দিয়ে জানিয়েছে গালফ নিউজ। পাকিস্তান অবশ্যই এবারের টি২০ বিশ্বকাপ খেলবে বলে নিশ্চিত করেছে গালফ নিউজ।
একটি সূত্র জানায়, আইসিসি থেকে গত দুদিন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে ফোনে কথা বলেছে। বিসিবি সভাপতিকে জানিয়ে দেওয়া হয়েছে, বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে। ঢাকার সময় ২১ জানুয়ারি সন্ধ্যা ৭টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে বিশ্বকাপে খেলা-না খেলার সিদ্ধান্ত জানাতে। বিসিবির সিদ্ধান্ত জানার পর স্কটল্যান্ডকে বিশ্বকাপে সুযোগ দিতে চায় আইসিসি। র্যাঙ্কিং অনুযায়ী তারাই এ সুযোগ পাওয়ার যোগ্য। জানা গেছে, ২২ জানুয়ারি এ নিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়ার প্রস্তুতি নিয়েছে আইসিসি।
এই কঠিন পরিস্থিতির মুখে পড়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিসি) পাশে চেয়েছে বিসিবি। বাংলাদেশের দাবিকে তারা সমর্থনও করছে। কারণ, বিসিবির দাবিকে যৌক্তিক মনে করে ক্রিকেট-সংশ্লিষ্ট সবাই। বাংলাদেশের ক্রিকেটার, সমর্থক ও সাংবাদিকদের নিরাপত্তা ঝুঁকি আছে ভারতে।
আইসিসির নিরাপত্তা বিভাগও নিশ্চিত করেছে, কলকাতায় বাংলাদেশি সমর্থকদের কিছুটা নিরাপত্তা ঝুঁকিতে পড়তে হতে পারে। দেশটির অন্য রাজ্যের পরিস্থিতিও খুব একটা ভালো না। বিসিবি বাংলা প্রতিবেদন করেছে, পশ্চিমবঙ্গের বাইরে বাংলা ভাষাভাষিদের ওপর হামলা করা হচ্ছে বাংলাদেশি ভেবে। এই বিষয়টিই প্রমাণ করে, বাংলাদেশিরা ভারতে অনিরাপদ।
তবে আইসিসি বলছে ভিন্ন কথা, বাংলাদেশ দল ও বিশ্বকাপ কাভার করতে যাওয়া সংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। বিসিবি চাইলে ক্রিকেটারদের সঙ্গে সাংবাদিকদেরও একই হোটেলে রেখে প্রটোকল দিয়ে ম্যাচ ভেন্যুতে নেওয়া হবে। প্রস্তাবটি বিসিবির দিক থেকে যেতে হবে বলে একটি সূত্রে জানা গেছে।
যদিও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহসভাপতি শাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ এ ব্যাপারে কিছুই বলছেন না। কেবল ২১ জানুয়ারি হ্যাঁ-না বলার সময় বেঁধে দেওয়ার তথ্য সঠিক নয় জানিয়ে বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, ‘গত ১৭ জানুয়ারি শনিবার আইসিসির একজন প্রতিনিধি আসেন এবং আমাদের ক্রিকেট বোর্ডের প্রতিনিধি দলের সঙ্গে একটি বৈঠক হয়। সেখানে আমাদের বিশ্বকাপে অংশগ্রহণের জন্য ভেন্যুর ব্যাপারে বলা হয়েছে ভারতে খেলব না। বিকল্প ভেন্যুর জন্য আমরা অনুরোধ করি, তাদের প্রতিনিধির সঙ্গে আমাদের বিস্তারিত আলোচনা হয়। তারা তখন আমাদের বলেন, এই ব্যাপারগুলো তারা আইসিসিকে অবহিত করবেন।
বিশ্বকাপ শুরু হতে আর ১৬ দিন বাকি। ৭ জানুয়ারি কলম্বো ও কলকাতায় একযোগে বিশ্বকাপের উদ্বোধন হওয়ার কথা। উদ্বোধনী দিনে কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলার কথা বাংলাদেশের। ইতালি, ইংল্যান্ডের বিপক্ষেও কলকাতার ভেন্যুতে বাংলাদেশের ম্যাচ। গ্রুপের শেষ ম্যাচটি রাখা হয়েছে মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে নেপালের বিপক্ষে। গ্রুপ পরিবর্তন করে দিলেই এই ম্যাচগুলো খেলবে আয়ারল্যান্ড। এই গ্রুপ পরিবর্তনের বিষয়টি নির্ভর করছে আইসিসি চেয়ারম্যান জয় শাহর সিদ্ধান্তের ওপর। বিসিবির প্রতিনিধি দলকে এ রকম একটি বার্তা দিয়ে গেছেন অ্যান্ড্রু।
বিশ্বকাপ খেলবে পাকিস্তান
বাংলাদেশের দাবিকে সমর্থন করলেও বিশ্বকাপ থেকে নিজেদের প্রত্যাহার করবে না পাকিস্তান। যদিও দেশটির দুটি সংবাদমাধ্যমে এসেছে, বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে বিশ্বকাপের প্রস্তুতি বন্ধ করে দিয়েছে পাকিস্তান ক্রিকেট দল।
জানা গেছে, পাকিস্তান বিশ্বকাপ দলের প্রস্তুতি শুরুই করেনি। দেশটির জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার বিপিএল খেলছেন ঢাকায়। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলছেন শাহিন শাহ আফ্রিদিরা। এ ছাড়া গত সপ্তাহে শুরু হয়েছে পাকিস্তানের ঘরোয়া লিগ।
পাকিস্তানের এএফপির বর্ষীয়ান ক্রীড়া সাংবাদিক শাহেদ হাশমি বলেন, ‘পাকিস্তান দলের অনুশীলন স্থগিতের খরব ভিত্তিহীন। জাতীয় দলের ক্যাম্প এখনও শুরু হয়নি। আইসিসির সঙ্গে চুক্তি অনুযায়ী যৌক্তিক কারণ ছাড়া পাকিস্তান বিশ্বকাপ খেলতে বাধ্য।
বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালে আইসিসিকে দুই মিলিয়ন তথা ২০ লাখ ডলার ক্ষতিপূরণ দিতে হবে বিসিবিকে। তবে বাংলাদেশ এ মুহূর্তে বিশ্বকাপ না খেললে জরিমানা দিতে হবে না। কারণ, বাংলাদেশ সরকার বিশ্বকাপে দল পাঠাচ্ছে না।’