৮ জানুয়ারি, ২০২৬

নেপালে মসজিদ ভাঙচুর নিয়ে উত্তেজনা, কারফিউ জারি

নেপালে এবার ভাঙচুর করা হলো মসজিদ। বীরগঞ্জের এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে সীমান্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বর্ডার সিল করেছে ভারত। মসজিদ ভাঙার ঘটনায় অশান্তির আগুন ছড়িয়েছে। সাম্প্রয়িক অস্থিরতা যাতে না ছড়ায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় জারি করা হয়েছে কারফিউ। জরুরি প্রয়োজনে চলাচল ব্যবস্থা রয়েছে।

 

জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়াতে মসজিদ ভাঙার এক ছবি ভাইরাল হয়েছে। সেই ছবি ছড়িয়ে পড়তেই ভারত সীমান্তবর্তী নেপালের কিছু অংশে সাম্প্রদায়িক অস্থিরতা ছড়িয়ে পড়েছে। উচ্চ নিরাপত্তা জারি করা হয়েছে। ভিডিওর পরিপ্রেক্ষিতে নেপালের পারসা জেলার বীরগঞ্জ শহরে বিক্ষোভ শুরু হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টা থেকে মঙ্গলবার পর্যন্ত জারি রয়েছে কারফিউ।

 

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারফিউর সময় বাড়ানো হয়েছে। নেপালে আইন শৃঙ্খলা ভেঙে পড়ার মধ্যেই অবনতি হয়েছে পরিস্থিতির। সীমান্তে যাতে কোনও সমস্যা বা সাম্প্রদায়িক হানা না ঘটে তার জন্য আগাম ব্যবস্থা নেওয়া হয়েছে। ভারত সীমান্ত সম্পূর্ণরূপে সিল করে দিয়েছে, জরুরি পরিষেবা ছাড়া সমস্ত আন্তঃসীমান্ত চলাচল সীমিত করেছে।

 

সূত্রের খবর, ধনুষার কমলা পৌরসভা সাখুয়া মারান এলাকায় একটি মসজিদ ভাঙচুরের ঘটনা ঘটেছে। একদল লোক সেখানে হামলা চালিয়েছে। সেই ভিডিও ছড়িয়ে পড়তেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নেপাল পুলিশের মতে, ২ যুবক অনলাইনে হিন্দু-বিরোধী কন্টেন্ট ছড়িয়ে দেওয়ার অভিযোগ তোলে। পরে ওই যুবকদের গ্রেফতার করা হয়েছে।

 

পুলিশের ওপরেও হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসও ব্যবহার করেছে পুলিশ। বীরগঞ্জ ও সংলগ্ন এলাকায় কাজ করা ভারতীয় পরিযায়ী শ্রমিকরা ফিরতে শুরু করেছেন।