১০ জানুয়ারি, ২০২৬

তামিম ইস্যুতে পরিচালক নাজমুলকে কারণ দর্শাতে বলেছেন বিসিবি সভাপতি

সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে সতর্ক করেছেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। একইসঙ্গে নিজের বক্তব্যের ব্যাখ্যা বা ‘রিজয়েন্ডার’ দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। বিসিবি সভাপতি নিশ্চিত করেছেন, এই নির্দেশ মূলত কারণ দর্শানো নোটিশের মতোই।

শনিবার রাতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির আঞ্চলিক ক্রিকেট সেন্টারের আয়োজনে ‘জিএনসি স্কুল ক্রিকেট’ টুর্নামেন্টের জার্সি ও ট্রফি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম। সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এ কথা জানান।

তামিম ইকবালকে নিয়ে পরিচালকের মন্তব্যে অসন্তোষ প্রকাশ করে বিসিবি সভাপতি বলেন, ‘তিনি তার ব্যক্তিগত ফেসবুক থেকে এটা লিখেছেন। আমরা তাকে বলেছি একটা রিজয়েন্ডার দিতে। আমার মনে হয়েছে, বাংলাদেশ জাতীয় দলের একজন অধিনায়ক হিসেবে তামিম যে পারফর্ম করেছে, তাকে নিয়ে কিছু লেখার আগে আমাদের একটু চিন্তা করার ও সম্মান দেখানোর দরকার ছিল।’

‘রিজয়েন্ডার’ দেওয়াকে কারণ দর্শানোর নোটিশ বলা যায় কি না এমন প্রশ্নের জবাবে বুলবুল বলেন, ‘হ্যাঁ।’ তিনি আরও জানান, আগামী ২৪ জানুয়ারি সম্ভাব্য বোর্ড সভায় বিষয়টি নিয়ে খোলামেলা আলোচনা হবে। তিনি বলেন, ‘তিনি (নাজমুল) নিজেও একজন পরিচালক। আমাদের বোর্ড মিটিং আছে, তখন আমরা বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলব।’

বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে এমনিতেই নানামুখী চাপে রয়েছে বিসিবি। এমন উত্তপ্ত পরিস্থিতিতে বোর্ড পরিচালকদের লাগামহীন মন্তব্য বিসিবির জন্য নতুন কোনো ‘উটকো ঝামেলা’ কি না, এমন প্রশ্ন করা হলে ‘নো কমেন্টস’ বলে এড়িয়ে যান বিসিবি সভাপতি।