বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের সামনে গোলাম আজমের ছবিতে জুতা নিক্ষেপ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা দেড়টার দিকে এ কর্মসূচি পালন করা হয়।
সেখানে শিক্ষার্থীদের ‘রাজাকারের চামড়া, তুলে নেবো আমরা’, ‘রাজাকারের দুই গালে, জুতা মারো তালে তালে’, ‘পাকিস্তানের দালালেরা, হুঁশিয়ার সাবধান’সহ নানা স্লোগান দিতে দেখা যায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থী হিশাম আনোয়ার বলেন, ‘আমরা রাজাকারদের ঘৃণা করি। বিভিন্ন অপশক্তি রাজাকারদের প্রাসঙ্গিক করে তোলার চেষ্টা করছে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকে বিরোধিতা করেছে গোলাম আজম, নিজামীরা। তার উত্তরসুরীরা এখন এ মহান মুক্তিযুদ্ধকে ভারতের ষড়যন্ত্র বলে বিরোধিতা করছে।’
তিনি বলেন, ‘আমরা দেখেছি, এ বছর ইসলামী ছাত্রশিবির তাদের এ দেশের সূর্যসন্তান বলে প্রোগ্রাম করেছে। আমরা সেটাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। তাই আজ বিজয় দিবসে আমরা গোলাম আজমের মুখে জুতা নিক্ষেপ কর্মসূচি করেছি।’ – বিটি