ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২ আসনের মনোনয়নপত্র যাচাইবাছাই শেষে দুইজনকে বৈধ প্রার্থী ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তারা। আর বাতিল হয়েছে একজনের মনোনয়নপত্র।
শনিবার (৩ জানুয়ারি) এই আসনের রিটার্নিং কর্মকর্তা প্রার্থিতা ঘোষণা করেন। এর আগে ১৯ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এই দিন পর্যন্ত ঢাকা-২ আসনে মনোনয়নপত্র জমা পড়ে মাত্র ৩টি।
মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের ফল বিশ্লেষণে দেখা যায়, ঢাকার ২০টি আসনের মধ্যে সর্বনিম্ন দু’জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন ঢাকা-২ আসনে।
ঢাকা–২ আসনে ভোটার ৪ লাখ ১৯ হাজার ২১৫ জন। এ আসনে তিনজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তাঁরা হলেন বিএনপির প্রয়াত চেয়ারপারসনের উপদেষ্টা ও দলীয় প্রার্থী আমানউল্লাহ আমান, জামায়াতে ইসলামী মনোনীত কর্নেল (অব.) আবদুল হক ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম। এর মধ্যে আবদুল হক ছাড়া অন্য দুজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
তফসিল অনুযায়ী, মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আগামী ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত ইসিতে আপিল করতে পারবেন। ১০ থেকে ১৮ জানুয়ারি এই আপিল নিষ্পত্তি হবে।