৪ জানুয়ারি, ২০২৬

বাংলাদেশ

গণভোটে ‘হ্যাঁ’ ভোট না দিলে স্বৈরাচারশক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারে: বরুণার পীর

গণভোটে ‘হ্যাঁ’ ভোট না দিলে স্বৈরাচারশক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারে: বরুণার পীর
গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে নতুন বাংলাদেশ অর্জন এবং ভবিষ্যতে যাতে কোনো স্বৈরাচারের জন্ম না হয় এ জন্যই গণঅভ্যুত্থান পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বরুণার পীর ও আমীরে আঞ্জুমানে হেফাজতে ইসলাম শায়খুল হাদিস আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভী।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বহুমুখী শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া লুৎফিয়া আনওয়াল উলূম হামিদনগর বরুণা মাদরাসার আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে শুক্রবার (২ জানুয়ারি) তিনি এসব কথা বলেন।

 

তিনি আরও বলেন, নির্বাচনে ভোট দেবেন আপনার পছন্দের যেকোনো প্রার্থীকে, তবে গণঅভ্যুত্থান পক্ষে হ্যাঁ’ ভোট না দিলে বড় বিপদ আছে; ভবিষ্যতে স্বৈরাচার কোনো শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারে।
এ সময় তিনি ভোট আমানত, দ্বীনদার সৎপরায়ণ ইসলামী মুল্যবোধে বিশ্বাসী প্রার্থীকে ভোট দেয়া নৈতিক দায়িত্ব বলে উল্লেখ করেন।

 

উল্লেখ্য, এ দিন শ্রীমঙ্গল উপজেলার হামিদনগর বরুণা মাদরাসা মাঠে সিলেট বিভাগের সবচেয়ে বড় জুমআ অনুষ্ঠিত হয়েছে।  জুমআর নামাজে অংশ নিতে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আলেম-ওলামা, ইমাম-খতিব, বুজুর্গ, বুদ্ধিজীবী, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, সাধারণ মানুষসহ হজরত শায়খে বর্ণভীর (রহ.) মুরিদানের ঢল নামে বরুণা মাদরাসা ময়দানে।  বিশাল জুমআর নামাজে ইমামতি করেন বরুণা মাদরাসার প্রিন্সিপাল ও দ্বীন টিভি ইউকের চেয়ারম্যান মাওলানা শেখ বদরুল আলম হামিদী। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

 

এর আগে সকাল ১০টায় বরুণা মাদরাসার ছদরে মুহতামিম মাওলানা শায়খ সাইদুর রহমান বর্ণভীর উদ্বোধনী বয়ানের মধ্যদিয়ে বরুণা মাদরাসার ছালানা ইজলাছ ২০২৬ এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

Home R3