১ ফেব্রুয়ারি, ২০২৬

খেজুর গাছের প্রার্থী মনির কাসেমীকে দেড় লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের বিএনপির জোটের মনোনীত প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় নেতা মুফতি মনির হোসেন কাসেমীকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

এ সময় স্কুলের নির্ধারিত পুরস্কারের পাশাপাশি নিজের পকেট থেকে দুই হাজার টাকা করে শিক্ষার্থীদের অভিভাবক নারী ভোটারদের হাতে দেন তিনি। টাকা দেওয়ার সঙ্গে নারী ভোটারদের কাছে খেজুর গাছ প্রতীকে ভোটও চান কাসেমীর অনুসারীরা।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিষয়টি হাতেনাতে ধরা পড়লে আচরণবিধি লঙ্ঘণের দায়ে কাসেমীকে দেড় লাখ টাকা জরিমানা ধার্য করে তা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুর বলেন, শিক্ষা প্রতিষ্ঠানকে ব্যবহার করে নির্বাচনি প্রচারণা করায় আচরণবিধি লঙ্ঘন হয়েছে। আমরা ঘটনাস্থলে গিয়ে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে উপস্থিত প্রতিনিধিকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছি। একই সঙ্গে আচরণ বিধিমালা অনুসরণের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, কোনো প্রার্থী যদি ভোটারদের মধ্যে টাকা বিতরণ করে তাহলে সেটা অপরাধ। প্রার্থীদের দিকে আমাদের সার্বক্ষণিক মনিটরিং রয়েছে।

Home R3