২৫ জানুয়ারি, ২০২৬

কানাইঘাট ও সুলতানপুরে দেওয়াল ঘড়ির নির্বাচনী কার্যালয় উদ্‌বোধন

সিলেট-৫ (জকিগঞ্জ–কানাইঘাট) আসনে ১০ দলীয় নির্বাচনী ঐক্য ও খেলাফত মনোনীত প্রার্থী মুফতি আবুর হাসানের দেয়ালঘড়ির সমর্থনে গতকাল শনিবার সুলতানপুর ইউনিয়নে জামায়াতে ইসলামী ও খেলাফত মজলিসের যৌথ দায়িত্বশীল নেতৃবৃন্দের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

একই দিনে কানাইঘাটে ১০ দলীয় জোটের প্রধান নির্বাচনী অফিসের উদ্বোধন করা হয়।

সুলতানপুর ইউনিয়নে আয়োজিত যৌথ দায়িত্বশীল বৈঠক ও নির্বাচনী কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৫ আসনের ১০ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী জননেতা মুফতি আবুল হাসান।

বৈঠকে বক্তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ আসনে ঐক্যবদ্ধ আন্দোলনের গুরুত্ব তুলে ধরেন এবং এলাকার সাধারণ মানুষের উন্নয়ন, ন্যায়বিচার ও কল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনায় মুফতি আবুল হাসান বলেন, সিলেট-৫ আসনের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলা ও বঞ্চনার শিকার। জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা, শিক্ষা ও ধর্মীয় জীবনে স্থিতিশীলতা আনা এবং একটি ইনসাফভিত্তিক সমাজ গড়াই ১০ দলীয় জোটের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, এই নির্বাচন কোনো ব্যক্তি বা বিশেষ দলের নয়; এটি সত্য, ন্যায় ও আদর্শের পক্ষে গণমানুষের লড়াই।

এ সময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের সিলেট মহানগরীর শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা মাসুক আহমদ, জকিগঞ্জ উপজেলা সাংগঠনিক সম্পাদক শাহজাহান মো সেলিম, ইউপি সভাপতি আব্দুল আহাদ, সহ-সভাপতি মাওলানা আজমল হোসাইন, সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আবদুল কুদ্দুস, বায়তুলমাল সম্পাদক মুস্তকিম আলী, আবিদুর রহমান, জামায়াতে ইসলামীর ইউপি শাখার আমীর ডা.গোলাম কিবরিয়া, সেক্রেটারি আহসান মোহাম্মদ সুহেল, সাবেক সভাপতি মইন উদ্দীন, আজিজুর রহমান মেম্বার, মাওলানা শহিদুর রহমান,কয়ছর আহমদ।-

এর আগে কানাইঘাটে দেয়ালঘড়ি প্রতীকের সমর্থনে ১০ দলীয় জোটের প্রধান নির্বাচনী অফিস উদ্বোধন করেন মুফতি আবুল হাসান।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী, খেলাফত মজলিসসহ ১০ দলীয় জোটভুক্ত বিভিন্ন দলের স্থানীয় নেতৃবৃন্দ, দায়িত্বশীল কর্মী ও বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন। পরে দোয়া ও মুনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

Home R3