১৬ ডিসেম্বর, ২০২৫

ওসমান হাদিকে নিয়ে পোস্ট করায় হত্যার হুমকি— যা বললেন চমক

সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফুল ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। আকস্মিক এই হামলায় তিনি গুরুতর আহত হলে তার দ্রুত সুস্থতা কামনা করেন শোবিজ অঙ্গনের তারকারা। পাশাপাশি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

এদিকে হাদিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার পর চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুন, নাট্যনির্মাতা মাবরুর রশীদ বান্নাহ এবং ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক হত্যার হুমকি পাওয়ার অভিযোগ করেছেন। এর মধ্যে অভিনেত্রী চমকের ব্যক্তিগত ফোন নম্বর ফাঁস হওয়ার ঘটনাও ঘটেছে।

বিষয়টি নিয়ে মুখ খুলেছেন রুকাইয়া জাহান চমক। তিনি বলেন, দেশের জন্য নিজের অবস্থান থেকে কথা বলতে পেরেছেন বলেই তিনি মনে করেন। নিরাপত্তা নিয়ে অনেকের উদ্বেগের জবাবে তিনি জানান, এ বিষয়ে তিনি আতঙ্কিত নন এবং সবাইকে তাকে নিয়ে দুশ্চিন্তা না করার অনুরোধ জানান।