২২ জানুয়ারি, ২০২৬

একযোগে ৮ ইউএনও বদলি

জনপ্রশাসনে হঠাৎ করেই একযোগে আটজন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলি করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাদেরকে তাদের নামের পাশে বর্ণিত উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হলো।

বলা হয়েছে, পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহানকে চরফ্যাশনের উপজেলা নির্বাহী কর্মকর্তা করা হয়েছে। জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মো. আল-আমীনকে বদলি করে নগরকান্দাতে দেওয়া হয়েছে।

রেহেনা আক্তারকে বদলি করে ভান্ডারিয়া থেকে দেওয়া হয়েছে ধুনটে। বাহুবল উপজেলার নির্বাহী কর্মকর্তা লিটন চন্দ্র দেকে বদলি করে দেওয়া হয়েছে জীবননগর উপজেলায়।

প্রীতিলতা বর্মনকে ধুনট উপজেলা থেকে বদলি করে দেওয়া হয়েছে বাহুবল উপজেলায়। নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহরাজ শারবীনকে বদলি করা হয়েছে কলমাকান্দা উপজেলায়।

মাসুদুর রহমানকে বদলি করে কলমাকান্দা উপজেলা থেকে দেওয়া হয়েছে ভান্ডারিয়া উপজেলায় আর চরফ্যাশন উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. লোকমান হোসেনকে বদলি করা হয়েছে পাথরঘাটা উপজেলায়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ন্যস্তকৃত কর্মকর্তাগণকে তাদের নিজ অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের জন্য দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৯৯৮-এর সেকশন ১৪৪-এর ক্ষমতা অর্পণ করা হলো।

বর্ণিত কর্মকর্তারা আগামী ২২ জানুয়ারি ২০২৬ এর মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন, অন্যথায় আগামী ২২ জানুয়ারি ২০২৬ তারিখ অপরাহ্ণে বর্তমান কর্মস্থল হতে তাৎক্ষণিক অবমুক্ত গণ্য হবেন।

নির্বাচন কমিশনের সম্মতির পরিপ্রেক্ষিতে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।