১৩ জানুয়ারি, ২০২৬

আপিল শুনানির চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৫৩ জন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন বাছাইয়ে বাতিল ঘোষিত প্রার্থিতা ফিরে পেতে আপিলের চতুর্থ দিনের শুনানি অনুষ্ঠিত হয়েছে আজ মঙ্গলবার। এদিন নির্বাচন কমিশন (ইসি) মোট ৭০ জন প্রার্থীর আপিল শুনানি গ্রহণ করে, যার মধ্যে ৫৩ জনের আপিল মঞ্জুর হয়েছে।

আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) এই আপিল শুনানি হয়।

ইসির সূত্র জানায়, আজকের শুনানিতে ১৫ জনের আপিল নামঞ্জুর হয়েছে। পাশাপাশি আপিলের বিরুদ্ধে করা আরও দুটি আপিলও নামঞ্জুর হয়েছে। সব মিলিয়ে মোট ১৭টি আপিল নামঞ্জুর হয়েছে আজ।

গত ১০ জানুয়ারি শুরু হওয়ার পর আজ পর্যন্ত চার দিনে ২৮০ জনের আপিল শুনানি হয়েছে। প্রতিদিন ৭০টি আপিল নিষ্পত্তি করা হচ্ছে। আজ ৫৩ জনের আপিল মঞ্জুর হওয়ায় তারা প্রার্থিতা ফিরে পেয়েছেন।

আজ ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি সম্পন্ন হয়েছে। আগামীকাল শুনানি হওয়ার কথা ২৮১ থেকে ৩৫০ নম্বর আপিলের। এর আগে গতকাল সোমবার ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৮ জানুয়ারি আপিল শুনানি শেষে হবে। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা হয়।

গত ৪ জানুয়ারি বাছাইয়ের শেষ দিনে জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ নির্বাচনী এলাকায় রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তা মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে ১ হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং ৭২৩ জনের প্রার্থিতা বাতিল ঘোষণা করেন। বাতিল ঘোষিতদের মধ্যে ৬৪৫ জন আপিল করেন।

আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Home R3