২৮ ডিসেম্বর, ২০২৫

৮ দলের সঙ্গে যোগ দিল এলডিপি ও এনসিপি

জামায়াতে ইসলামীসহ আট দলের সমঝোতার সঙ্গে যোগ দিয়েছে আরও দুটি দল। সেগুলো হলো জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণদের দল এনসিপি এবং কর্নেল অলি আহমেদের নেতৃত্বাধীন এলডিপি।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় মাওলানা মামুনুল হকসহ জোট নেতারা উপস্থিত ছিলেন।

ইসলামি ও সমমনা আটটি দল মিলে গত কয়েক মাস ধরেই আন্দোলন করে আসছে। দলগুলো একসঙ্গে ভোটের প্রস্তুতিও নিচ্ছে। শেষ মুহূর্তে এসে যোগ দিচ্ছে আরও কিছু দল।

এদিকে আট দলের মধ্যে আসন সমঝোতা নিয়ে আভ্যন্তরীণ টানাপোড়েন চলছে বলে জানা গেছে। এই জোটের দ্বিতীয় বৃহৎ দল চরমোনাই পীর সাহেবের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন শেষ পর্যন্ত এই সমঝোতায় থাকবে কি না সেটা এখনো নিশ্চিত নয়।