
খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী বলেছেন, খেলাফত মজলিস কেন্দ্র ঘোষিত ৮ দফা দাবি বাস্তবায়নে এদেশের জনগণকে সাথে নিয়ে গণ আন্দোলন গড়ে তুলবে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে সরকার ভয় পায়। দল নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে দেশকে গভীর সংকট থেকে উদ্ধার করুন। এই সরকারের অধীনে আর কোন নির্বাচন জনগণ মেনে নিবে না। এবারের জাতীয় নির্বাচনকে অংশগ্রহণমূলক ও সুষ্ঠু করার জন্য খেলাফত মজলিসের দাবিগুলো বাস্তবায়ন করতে হবে। প্রয়োজনে জনগণকে সাথে নিয়ে নির্বাচনকালীন দলনিরপেক্ষ সরকারের দাবি আদায় করা হবে।
আজ (২১ জুলাই) শুক্রবার বিকাল ৩টায় ময়মনসিংহ মহানগরীর ময়মনসিংহ টাউন হল ময়দানে খেলাফত মজলিসের কেন্দ্র ঘোষিত ৮ দফা বাস্তবায়নের দাবিতে ময়মনসিংহ বিভাগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির ব্ক্তব্যে তিনি এসব কথা বলেন। ময়মনসিংহ জোন সহকারি পরিচালক এডভোকেট রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব অধ্যাপক মুহাম্মদ আবদুল জলিল, সহ-সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ খন্দকার, নির্বাহী সদস্য ও ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ মাওলানা সাইফ উদ্দিন আহমেদ খন্দকার।
কিশোরগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাওলানা এমদাদুল্লাহ ও ময়মনসিংহ মহানগরী সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল করিমের যৌথ পরিচালনায় সমাবেশে বক্তব্য করেন, খেলাফত মজলিস ময়মনসিংহ জেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, টাঙ্গাইল জেলা সভাপতি মুফতি আবু তাহের, নেত্রকোনা জেলা সভাপতি মুফতি মাওলানা নুরুল হক, টাঙ্গাইল জেলা সাধারণ সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম, ময়মনসিংহ মহানগর সহ-সভাপতি মাওলানা মশিউর রহমান, টাঙ্গাইল জেলা সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইমরান হোসাইন, ময়মনসিংহ জেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন, মাওলানা কাজী হুসাইন আহমেদ জুবায়ের, শ্রমিক মজলিসের অফিস ও প্রচার সম্পাদক মাওলানা খালেদ সানোয়ার, ঢাকা মহানগর উত্তর সভাপতি ইঞ্জিনিয়ার মতিউর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ময়মনসিংহ মহানগরী সভাপতি ইউসুফ জলিল, ময়মনসিংহ জেলা সভাপতি হাসান মাহমুদ, ইসলামী যুব মজলিস ময়মনসিংহ জেলা আহ্বায়ক মাওলানা মুফতি আরিফ রব্বানী, মহানগর আহ্বায়ক মাওলানা মাহবুবুর রহমান সাগর, মুফতি নূর মোহাম্মদ প্রমুখ।