রাজনীতি

সমাবেশের অনুমতি পায়নি ইসলামী আন্দোলন ও আ’লীগের ৩ সংগঠন

বাংলার কথা বাংলার কথা

প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২৩

রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে সমাবেশ করার অনুমতি পায়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরী। তবে আগামীকাল বেলা ৩টায় রাজধানীর পুরানা পল্টনস্থ আন্দোলন চত্বরে (নোয়াখালী টাওয়ারের সামনে) প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছে সংগঠনটি।

এদিকে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বৃহস্পতিবার (২৭ জুলাই) শান্তি সমাবেশ করার অনুমতি পায়নি আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম তিন সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ। সে জন্য তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম মাঠে সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করেছে।

বুধবার (২৬ জুলাই) রাতে বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করে সংগঠনের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা আতাউর রহমান বলেন, আমরা ডিএমপিতে যোগাযোগ করেছি। কিন্তু বায়তুল মোকাররম উত্তরগেটে আমাদেরকে সমাবেশ করার অনুমতি দেয়নি পুলিশ। তবে আমরা আমাদের সমাবেশ কর্মসূচি পালনে বদ্ধপরিকর। সেজন্য আমরা স্থান পরিবর্তন করেছি। দলীয় কার্যালয়ের সামনেই হবে আমাদের সমাবেশ।

প্রতিবাদ সমাবেশ সফলের আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেছেন, সরকার শান্তি সমাবেশের নামে অশান্তি সৃষ্টির পাঁয়তারা করছে। সরকার দেশকে পরিকল্পিতভাবে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। এজন্য বিরোধী দলের কর্মসূচিকে বানচাল করতে একই দিন পাল্টা সমাবেশের মাধ্যমে পরিস্থিতিকে উসকে দিচ্ছে। তারা কথিত শান্তি সমাবেশের নামে জনগণের মাঝে আতঙ্ক সৃষ্টি করছে। এ ধরনের কর্মসূচির মাধ্যমে সংঘাত সৃষ্টির পাশাপাশি জনদুর্ভোগ তৈরি করা হচ্ছে।

প্রসঙ্গত, মোড়েলগঞ্জে ঘরোয়া কর্মসূচিতে পুলিশি বাধা ও অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদ, ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির প্রবর্তন, বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবিতে আগামী ২৭ জুলাই (বৃহস্পতিবার) সমাবেশের সিদ্ধান্ত নিয়েছিল দলটি।

এদিকে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বৃহস্পতিবার (২৭ জুলাই) শান্তি সমাবেশ করার অনুমতি পায়নি আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম তিন সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ। সে জন্য তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম মাঠে সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করেছে।

বিষয়টি নিশ্চিত করে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন, বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশের অনুমিত দেয়নি ডিএমপি। এজন্য আমরা বিকল্প হিসেবে জিমনেসিয়াম মাঠে সমাবেশ করার অনুমতি চেয়ে আবেদন করেছি।

এর আগে সকালে বাবু বলেছিলেন, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের সমন্বয়ে আয়োজিত সমাবেশ করতে যাচ্ছি। এতে কয়েক লাখ নেতাকর্মী, সমর্থক উপস্থিত হবে। আমরা সেদিন দুই পর্বে সমাবেশটি পরিচালনা করব। বৃহস্পতিবার বেলা ১১টা থেকেই নেতাকর্মীরা সমাবেশ স্থলে জড়ো হবেন। দুপুর ১টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাবেশ শুরু হবে। সেখানে দেশাত্মবোধক গান ও কবিতা আবৃত্তি হবে। তারপর বিকেল ৩টায় আলোচনা সভা শুরু হবে।