
পাকিস্তানে নারীদের শাড়ি পরাকে এক সময় ইসলামবিরোধী বলে মনে করা হতো। কিন্তু সেই বদ্ধ ধ্যান-ধারণা থেকে দেশটি এখন অনেকটাই বেরিয়ে এসেছে। তাই দেশটির তরুণী ও জনপ্রিয় তারকাদের পোশাকে এখন শোভা পাচ্ছে উপমহাদেশের ঐতিহ্যবাহী পোশাক শাড়ি।
My message on World Dance Day 2021.
Let’s all come together to fight covid and bring back joy and dance.#tehrikeniswan #SheemaKermani #WorldDanceDay #ClassicalDancer #Fightcovid pic.twitter.com/gRuQtKbjLy— Sheema Kermani (@tehrikeniswan) April 29, 2021
শাড়ি পরার চল পাকিস্তানে খুব একটা দেখা যায় না। অতীতে পাকিস্তানিরা মনে করতেন, শাড়ি পরা ইসলাম বিরোধী তো বটেই, সেই সঙ্গে এটি একটি ভারতীয় সংস্কৃতির অংশ। মার্জিত ও রুচিশীল এ পোশাকটি এতদিন পাকিস্তান এড়িয়ে চললেও এখন পাকিস্তানের রাস্তায় কিংবা কোনো জাকজমকপূর্ণ অনুষ্ঠানে অংশ নিতে প্রায়ই দেখা যাচ্ছে পাকিস্তানি তরুণীদের শাড়ির পরার চল। শুধু যে পাকিস্তানি তরুণীদের পছন্দের পোশাকের তালিকায় শাড়ি রয়েছে তা কিন্তু নয়। পাকিস্তানের জনপ্রিয় নারী তারকাদেরও হরহামেশাই শাড়ি পরতে দেখা যায়।
View this post on Instagram
ভারতীয় সংবাদমাধ্যম রেডিও টুডের প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, গত বছর কোক স্টুডিওর গান ‘পাশরী’-র মিউজিক ভিডিওতে যখন পাকিস্তানি ভরাতনাট্যম নৃত্যশিল্পী শীমা কারমানিকে শাড়ি পরা দেখা যায়, ভারতীয়রা তখন অবাক হয়েছিলেন।
View this post on Instagram
বর্তমানে পাকিস্তানি তারকা ও তরুণীদের পছন্দের তালিকায় শাড়ি হওয়ায় এখন অনেক নেটিজেনই একে সাধুবাদ জানিয়েছেন। তবে কি বলা যায়, দেশটিতে শাড়ি পরার চল ফিরে আসছে? এমন প্রশ্নের উত্তরে সরাসরি ‘হ্যাঁ’ জবাব দেয়ার সময় এখনও আসেনি বলেই মনে করছেন সুশীল সমাজ।