
আফগানিস্তান ক্রিকেট দলের সদ্য সমাপ্ত বাংলাদেশ সফর শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরতি পেয়েছে টাইগাররা। ছুটির এ সময়টুকু নিজেদের মতই কাটাবেন তারা। তবে এমন সময়েও মাঠের খেলায় ব্যস্ত থাকবেন চার বাংলাদেশি ক্রিকেটার। অবসর সময়ে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে ইতিমধ্যেই দেশ ছেড়েছেন তারা।
সাকিব আল হাসান এবং লিটন দাস ছুটির এই সময়ে খেলবেন কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে। অন্যদিকে মুশফিকুর রহিম এবং তাসকিন আহমেদ জিম্বাবুয়ের জিম আফ্রো টি-টেন লিগে খেলবেন।
আগামীকাল বৃহস্পতিবার শুরু হচ্ছে জিম আফ্রো টি-টেন লিগ টুর্নামেন্ট। জিম্বাবুয়ের এ ফ্র্যাঞ্চাইজি লিগের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবেন তাসকিন। আর মুশফিক তার দল জোবার্গ বাফেলোসের হয়ে মাঠে নামবেন আসরের দ্বিতীয় দিনে। লিগে উদ্বোধনী ম্যাচেই বাংলাদেশি স্পিডস্টারের দল বুলাওয়েও ব্রেভসের মুখোমুখি হবে হারারে হারিকেন্স। বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে ম্যাচটি।
তাসকিনের দলের এ ম্যাচটি বাংলাদেশ থেকে সরাসরি দেখা যাবে নাগরিক টিভিতে। এ লিগের উদ্বোধনী ম্যাচসহ পুরো টুর্নামেন্টই সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশি এই চ্যানেল। ২৯ জুলাই এ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।