
লিওনেল মেসিকে নতুন পরিচয়ে, পরিচয় করিয়ে দিতে প্রস্তুত হচ্ছে ইন্টার মায়ামি। সোমবার ভোর চারটায় ডিআরভি পিএনকে স্টেডিয়ামে সমর্থকদের সামনে হাজির করা হবে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকাকে। সে আয়োজনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে বাড়ানো হয়েছে আসন সংখ্যাও। ২০২৫ সাল পর্যন্ত ইন্টার মায়ামিতে মেসি।
ইন্টার মায়ামিতে খেলবেন লিওনেল মেসি। গেল মাসে এই ঘোষণা আসলেও প্রথমবারের মতো এমএলএসে তার যোগ দেবার খবর অফিসিয়ালি প্রকাশ করলো ক্লাব কর্তৃপক্ষ। ইন্টার মায়ামির সামাজিক যোগাযোগ মাধ্যমে ৪১ সেকেন্ডের এক ভিডিও প্রকাশ করেছে বেকহ্যামের দল। যেখানে মেসির গায়ে ছিল ইন্টার মিয়ামির গোলাপি জার্সি। দারুণ এক ভিডিওর মাধ্যমে সুরে-ছন্দে উপস্থাপন করা হয়েছে সাতবারের ব্যালন ডি’অর বিজয়ীকে। কাতার বিশ্বকাপে আর্জেন্টাইন দলের সেলিব্রেশনে সংগীতে পরিণত হওয়া ‘মুচাসোস’-এর সুরে ভিডিওতে হাজির হন মেসি।
En Argentina nació, y acá lo podrán ver 🎺🏠 pic.twitter.com/cttcLKzepc
— Inter Miami CF (@InterMiamiCF) July 15, 2023
সেই ভিডিওচিত্রে দেখা যায়, হুডিতে মুখ ঢাকা এক ব্যক্তি মিয়ামির স্টেডিয়ামে হাজির হয়ে গোলাপি স্প্রে দিয়ে মেসির নাম লিখছেন। এরপর সেই ব্যক্তি এক বড় পর্দার সামনে বসে পড়েন। আর সেই পর্দায় হাজির হন ইন্টার মিয়ামির জার্সি গায়ে চাপানো লিওনেল মেসি। হাস্যোজ্জ্বল মেসি মিয়ামির সমর্থকদের উদ্দেশে স্প্যানিশ ভাষায় বলেন, ‘সি, মুচাসোস…মিয়ামিতে দেখা হচ্ছে।’
২০২৫ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের ফুটবল মাতাবেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মহাতারকা। তবে চাইলেই দুই পক্ষের সম্মতিক্রমে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত ক্লাবটিতে থাকতে পারবেন তিনি। সোমবার বাংলাদেশ সময় ভোরে সমর্থকদের সামনে মেসিকে হাজির করবে ইন্টার মায়ামি। জমকালো আয়োজনে তাকে বরণ করে নিতে চলছে শেষ প্রস্তুতি। এরই মধ্যে স্টেডিয়ামসহ, ট্রেনিং গ্রাউন্ডে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
Sí, Muchachos📍 pic.twitter.com/8E3f9hb9VU
— Inter Miami CF (@InterMiamiCF) July 15, 2023
সমর্থকদের আগ্রহে বাড়ানো হয়েছে মেসির পরিচয় পর্বের আসন সংখ্যাও। ১৮ হাজার থেকে বেড়ে, এই অনুষ্ঠান এখন স্টেডিয়ামে বসে দেখতে পারবেন ২২ হাজার মানুষ। একই সঙ্গে বাড়ানো হয়েছে ১০০ ভিআইপি আসন সংখ্যাও। শুধু আসন সংখ্যাই নয়, যারা মেসিকে দেখতে আসবেন তাদের সুবিধার্থে স্টেডিয়ামে বসানো হয়েছে বাড়তি খাদ্য, পানীয় এবং পণ্য দ্রব্যের বিক্রয় কেন্দ্র। মেসির আগমনের সংবাদে সাংবাদিকদের ভীড় বেড়েছে ইন্টার মায়ামির অনুশীলনেও। তাই ডিআরভি পিএনকে স্টেডিয়ামের প্রেস বক্স ৩৭ থেকে উন্নিত হয়েছে ৫২ আসনে।
অনুষ্ঠানকে বাড়তি মাত্রা দিতে থাকবে মিউজিক্যাল পারফরম্যান্স। মঞ্চ মাতাবেন কামিলো এবং ওজুনা। এছাড়াও আর্জেন্টাইন শিল্পী পাওলো লোন্দ্রা ও তিয়াগো পিজেটকের পারফরম্যান্স থাকছে। এছাড়া মাঝ অনুষ্ঠানে বক্তৃতা দেবেন মেসিসহ ইন্টার মায়ামি মালিক ডেভিড বেকহ্যাম। কথা বলবেন এমএলএসে নতুন যুগের ফুটবল নিয়ে।
বিশ্বব্যাপী সমর্থকদের কথা মাথায় রেখে ইন্টার মায়ামির ওয়েবসাইট, টুইটারসহ এমএলএসের ফেইসবুক পেইজেও দেখানো হবে এই আয়োজন। শুধু ক্লাব কর্তৃপক্ষই নয়, মেসিকে বরণ করে নিতে স্টেডিয়ামের বাইরে অনুষ্ঠানের আয়োজন করছে ইন্টার মায়ামি সমর্থক সংগঠন ভাইস সিটি। যেখানে থাকবে আর্জেন্টিনার শিল্পীদের নিয়ে সংঙ্গীতানুষ্ঠান। সব কিছু ঠিক থাকলে ২১ জুলাই ক্রুজ আজুলের বিপক্ষে ইন্টার মায়ামি জার্সিতে অভিষেক হবে লিওনেল মেসির।
Gracias Totales Rosario, lo cuidaremos 💗🖤 pic.twitter.com/8jU9X8oNHc
— Inter Miami CF (@InterMiamiCF) July 15, 2023