২৯ ডিসেম্বর, ২০২৫

মাঝপথেই বিপিএল ছাড়ছেন ৭ পাক ক্রিকেটার

এমনিতেই এবারের বিপিএলে বিদেশি তারকা ক্রিকেটারের সংকট। জৌলুসহীন এই আসরে কিছুটা রঙ ছড়িয়েছিলেন পাকিস্তানি ক্রিকেটাররা। তবে টুর্নামেন্টের মাঝপথেই বড় ধাক্কা খেল ফ্র্যাঞ্চাইজিগুলো। জাতীয় দলের ডাক পাওয়ায় বিপিএল ছেড়ে আগামী সপ্তাহেই দেশে ফিরে যাচ্ছেন ৭ জন পাকিস্তানি ক্রিকেটার।

মূলত আগামী ফেব্রুয়ারি-মার্চে শ্রীলঙ্কার মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। ডাম্বুলায় ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ৭, ৯ ও ১১ জানুয়ারি। এই সিরিজের স্কোয়াডে ডাক পাওয়াতেই বিপিএল ছাড়তে হচ্ছে সাইম আইয়ুব, মোহাম্মদ নেওয়াজদের।

সিরিজ খেলতে আগামী ৫ জানুয়ারির মধ্যে পাকিস্তানি ক্রিকেটারদের দলের সঙ্গে যোগ দেওয়ার নির্দেশনা রয়েছে। ফলে ২ জানুয়ারি বিপিএলের সিলেট পর্ব শেষ করেই উড়াল দেবেন তারা। এতে করে টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ চট্টগ্রাম পর্বে এই তারকাদের ছাড়াই মাঠে নামতে হবে দলগুলোকে।

শ্রীলঙ্কা সিরিজের দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ওপেনার খাজা নাফি। তিনি বিপিএল খেলছেন রংপুর রাইডার্সের হয়ে। একই দলে থাকা অলরাউন্ডার ফাহিম আশরাফও টি-টোয়েন্টি সিরিজের দলে আছেন। রাজশাহী ওয়ারিয়র্সে খেলা ওপেনার সাহিবজাদা ফারহান ও অলরাউন্ডার মোহাম্মদ নেওয়াজও আছেন দলে।

ঢাকা ক্যাপিটালসের উইকেটকিপার ব্যাটসম্যান উসমান খান ও পেসার সালমান মির্জাকে টি-টোয়েন্টি দলে রাখা হয়েছে। সিলেট টাইটানস ওপেনার সাইম আইয়ুবও যাচ্ছেন শ্রীলঙ্কায়।