আন্তর্জাতিক
ভারতে আল্লাহর নাম নিয়ে কটূক্তি করায় বিল বোর্ড হ্যাক করে ভারতকে গালি
Deprecated: Function get_the_author_ID is deprecated since version 2.8.0! Use get_the_author_meta('ID') instead. in /home/bkotha24/public_html/wp-includes/functions.php on line 6114
![ভারতে আল্লাহর নাম নিয়ে কটূক্তি করায় বিল বোর্ড হ্যাক করে ভারতকে গালি](https://www.banglarkotha24.com/wp-content/uploads/2024/11/news2222.jpg)
গত ১৫ নভেম্বর রাত্রে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের পুজো মণ্ডপে আল্লাহর নাম নিয়ে বাজে শব্দ লেখায়, অল্প কিছু মুসলিম বিষয়টা দেখে প্রতিবাদ করার কারণে দুর্বৃত্তরা কুপিয়ে মারে কয়েকজন মুসলিমকে।
বিষয়টি সাথে সাথে সোসাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, তারই প্রতিবাদে 7DSS নামক একটি বাংলাদেশি হ্যাকার গ্রুপ বিলবোর্ড হ্যাক করে গালি ও ভারতীয় বেশ কিছু গুরুত্বপূর্ণ সার্ভার ডাউন করে তাদের ক্ষোভ প্রকাশ করে।