১ ফেব্রুয়ারি, ২০২৬

বিদ্যুৎ বিল বকেয়া থাকায় ইসলামী আন্দোলনের প্রার্থীর মনোনয়ন বাতিল

ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে বিদ্যুৎ বিল বকেয়া রাখার কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা নুরুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থী অন্তরা সেলিমা হুদার প্রার্থিতা বাতিল করা হয়।

 

শনিবার (৩ জানুয়ারি) সকালে রিটার্নিং অফিসার ও ঢাকা জেলা প্রশাসক ৭ প্রার্থীর মধ্যে যাচাই-বাছাইয়ে মনোনয়ন বাতিল করেছেন দুই প্রার্থীর। তবে বিএনপি, জামায়াতে ইসলামীসহ ৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

 

রিটার্নিং অফিসার কার্যালয় সূত্র জানায়, শনিবার সকাল ১০টায় ঢাকা জেলা প্রশাসক ও ঢাকা-১ আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে নুরুল ইসলাম ও অন্তরা সেলিমা হুদার প্রার্থিতা বাতিল করা হয়। বিদ্যুৎ বিল বকেয়ার কারণে নুরুল ইসলামের মনোনয়নপত্র বাতিল হয়। এছাড়া স্বতন্ত্র প্রার্থী সেলিমা হুদা জামিনদার হিসেবে ঋণখেলাপি ও ১ শতাংশ ভোটারের স্বাক্ষর ঠিক না থাকায় তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

 

যাদের মনোনয়ন বৈধ হয়েছে তারা হলেন, বিএনপির খন্দকার আবু আশফাক, জামায়াতের মোহাম্মদ নজরুল ইসলাম, খেলাফত মজলিসের ফরহাদ হোসেন, লেবার পার্টির মো. আলী, জাতীয় পার্টির নাসির উদ্দিন মোল্লা।

 

এ বিষয়ে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী মাওলানা নুরুল ইসলাম জানান, তিনি বিদ্যুৎ বিল পরিশোধ করেছেন; কিন্তু ব্যাংক চালান ছিল না। প্রার্থিতা ফিরে পেতে তিনি আপিল করবেন।

Home R3