২২ জানুয়ারি, ২০২৬

বিএনপির মঞ্জুরুল আহসানের রিট হাইকোর্টে খারিজ

কুমিল্লা-৪ আসনে প্রার্থিতা ফিরে পেতে বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সীর রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে আপাতত নির্বাচনের মাঠে আইনগতভাবে থাকার সুযোগ নেই তার। এদিকে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন মঞ্জুরুল আহসান মুন্সির আইনজীবী।

বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি আনারুল ইসলাম সমন্বয় গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার উভয়পক্ষের শুনানি শেষে মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা ফিরে পেতে করা রিট খারিজ করে দেন। এর ফলে নির্বাচন কমিশনের বাতিলের সিদ্ধান্ত বহাল থাকল।

মুন্সীর আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এনসিপির শীর্ষ নেতা হাসনাত আবদুল্লাহ। আর প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেন, ঋণখেলাপি ও ভোট ডাকাতদের বিরুদ্ধে লড়াই চলবে। আইনে বিএনপি-আওয়ামী লীগ সবাই সমান বলেও দাবি করেন তিনি।

কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করেছিল নির্বাচন কমিশন (ইসি)। এরপরই প্রার্থিতা ফেরত পাওয়ার জন্য উচ্চ আদালতের দ্বারস্থ হন তিনি। ইসির দেওয়া সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে গত সোমবার হাইকোর্টে রিট করেন। এই রিটের ওপর মঙ্গলবার আংশিক শুনানি হয়। এরপর নিরাপত্তার কারণ দেখিয়ে শুনানি গতকাল বুধবার পর্যন্ত স্থগিত করা হয়। আজ বৃহস্পতিবার শুনানি হয়।

এর আগে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা বাছাইয়ে মঞ্জুরুল আহসানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন। রিটার্নিং কর্মকর্তার এ সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করেছিলেন ওই আসনে এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহ। তিনি আপিলে অভিযোগ করেছিলেন, বিএনপির প্রার্থী ঋণখেলাপি হওয়ার তথ্য গোপন করে মনোনয়নপত্র দাখিল করেন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিলনায়তনে শুনানি শেষে গত ১৭ জানুয়ারি হাসনাত আবদুল্লাহর আপিল মঞ্জুর করে ইসি। এতে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র অবৈধ হয়।

Home R3