আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির প্রথম দিনে ৭০ জনের শুনানি শেষে ৫২টি আপিল মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের তিনজন প্রার্থী রয়েছেন।
বাংলাদেশ খেলাফত মজলিসের প্রেস উইং থেকে জানানো হয়, আপিলের প্রথম দিনের শুনানিতে বাংলাদেশ খেলাফত মজলিসের তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন—ফরিদপুর-৪ আসনে মাওলানা মিজানুর রহমান মোল্লা, কিশোরগঞ্জ-১ আসনে মাওলানা হেদায়েতুল্লাহ হাদী এবং গাজীপুর-৫ আসনে মাওলানা গাজী রুহুল আমীন।
প্রসঙ্গত, বাংলাদেশ খেলাফত মজলিসের মোট ২২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। এর মধ্যে ইতোমধ্যে ১৭ জন প্রার্থী আপিল করেছেন।