২৯ ডিসেম্বর, ২০২৫

নির্বাচনে অংশ নিতে পারবেন না মান্না

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ঋণখেলাপি হিসেবে বহাল থাকার কারণে আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন না।

জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা ম্যানুয়েল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের আগের দিন পর্যন্ত ঋণখেলাপি থাকায় নির্বাচনে অংশ নিতে পারবেন না মান্না।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার (২৮ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালতের বিচারক রেজাউল হকের চেম্বারে এ বিষয়ে তার আপিল শুনানি অনুষ্ঠিত হয়। তবে বিচারক আজ কোনো সিদ্ধান্ত জানাননি।

আদালত পরবর্তী শুনানির জন্য আগামীকাল ২৯ ডিসেম্বর দিন ধার্য করেন। এ কারণে আজ (রোববার) মনোনয়ন দাখিলের আগের দিনও ঋণখেলাপি হিসেবে বহাল থাকলেন মান্না। ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার আর কোনো সুযোগ থাকল না তার।