রাজনীতি
নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত জাতীয় পার্টির
Deprecated: Function get_the_author_ID is deprecated since version 2.8.0! Use get_the_author_meta('ID') instead. in /home/bkotha24/public_html/wp-includes/functions.php on line 6114
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের অবস্থান পরিষ্কার করে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত জানিয়েছে জাতীয় পার্টি।
আজ (২২ নভেম্বর) বুধবার রাজধানীর বনানী কার্যালয়ে জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের বলেন, দলের চেয়ারম্যান নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। দল নির্বাচনের আস্থার পরিবেশ চায়। ভোটাররা যেন ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন। নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সব মাধ্যম থেকে জাতীয় পার্টি আশ্বস্ত হয়েছে- নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে। ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট মহল আশ্বস্ত করেছে। তাদের প্রতিশ্রুতিতে বিশ্বাস রেখে জাতীয় পার্টির চেয়ারম্যান নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পার্টি চেয়ারম্যানের নির্দেশে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করছি।
মুজিবুল হক চুন্নু বলেছেন, জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে। জাতীয় পার্টি কোনো জোটে যাবে না, ৩০০ আসনেই নির্বাচন করবে জাতীয় পার্টি। বুধবার পর্যন্ত প্রায় এক হাজার ৪০০ দলীয় মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। প্রায় প্রত্যেক আসনেই একাধিক আগ্রহী প্রার্থী মনোনয়ন ফরম নিয়েছেন। এককভাবেই নির্বাচন করব। আমরা কারো সঙ্গে আসন সমঝোতায় যাব না। জাতীয় পার্টি স্বচ্ছ রাজনীতি করে। জাতীয় পার্টির বিরুদ্ধে দুর্নীতির অপবাদ নেই। আশা করছি, ৩০০ আসনেই আমরা শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা করতে পারব।