বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ ও বাগেরহাট-১ আসন থেকে দলীয় মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন।
রোববার (২৮ ডিসেম্বর) তিনি ঢাকা-১৩ আসনের মনোনয়নপত্র দাখিল করেন এবং সোমবার (২৯ ডিসেম্বর) বাগেরহাট-১ আসনের মনোনয়নপত্র সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেন।
এ সময় বাংলাদেশ খেলাফত মজলিস ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।