১৭ ডিসেম্বর, ২০২৫

ডাকসুর সামনে গোলাম আজমের ছবিতে জুতা নিক্ষেপ

বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের সামনে গোলাম আজমের ছবিতে জুতা নিক্ষেপ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা দেড়টার দিকে এ কর্মসূচি পালন করা হয়।

সেখানে শিক্ষার্থীদের ‘রাজাকারের চামড়া, তুলে নেবো আমরা’, ‘রাজাকারের দুই গালে, জুতা মারো তালে তালে’, ‘পাকিস্তানের দালালেরা, হুঁশিয়ার সাবধান’সহ নানা স্লোগান দিতে দেখা যায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থী হিশাম আনোয়ার বলেন, ‘আমরা রাজাকারদের ঘৃণা করি। বিভিন্ন অপশক্তি রাজাকারদের প্রাসঙ্গিক করে তোলার চেষ্টা করছে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকে বিরোধিতা করেছে গোলাম আজম, নিজামীরা। তার উত্তরসুরীরা এখন এ মহান মুক্তিযুদ্ধকে ভারতের ষড়যন্ত্র বলে বিরোধিতা করছে।’

তিনি বলেন, ‘আমরা দেখেছি, এ বছর ইসলামী ছাত্রশিবির তাদের এ দেশের সূর্যসন্তান বলে প্রোগ্রাম করেছে। আমরা সেটাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। তাই আজ বিজয় দিবসে আমরা গোলাম আজমের মুখে জুতা নিক্ষেপ কর্মসূচি করেছি।’ – বিটি

Home R3