Home » Slide » ঠাকুরগাঁওয়ে মাছ চুরির অভিযোগে শিশুকে গাছে বেঁধে নির্যাতন

ঠাকুরগাঁওয়ে মাছ চুরির অভিযোগে শিশুকে গাছে বেঁধে নির্যাতন

 

 

 

ঠাকুরগাঁওয়ে মাছ চুরির অভিযোগে শিশুকে গাছে বেঁধে নির্যাতন

অনলাইন ডেস্ক,

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাছ চুরির অভিযোগে এক তৃতীয় শ্রেণীর শিশুকে মধ্যযুগীয় কায়দায় রশি দিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করার অভিযোগ উঠেছে রমজান আলী বাসু নামের এক ব্যক্তির বিরুদ্ধে।ভুক্তভুগী শিশু জুয়েল রানা (৯) ৮নং দৌলতপুর ইউনিয়নের মল্লিকপুর সরকার পাড়া গ্রামের মনিরউদ্দিনের ছেলে। সে পূর্ব মল্লিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মল্লিকপুর তামলাই দিঘি পাড়ের পাশে জনৈক জহিরুল ইসলামের বাড়ির পাশে এ ঘটনাটি ঘটে। মঙ্গলবার নির্যাতনের ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।শিশু জুয়েলের বাবা মনিরউদ্দিন ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাছ চুরির অপবাদে তাকে একটি গাছের সাথে রশি দিয়ে বেঁধে নির্যাতন চালান একই গ্রামের রমজান আলী বাসু। এই নির্যাতনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।এ বিষয়ে অভিযুক্ত রমজান বাসু বলেন, হাঁসি তামাশা করে তাকে বেঁধে দুইটা বাড়ি দিয়েছি। নির্যাতন করিনি।এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় বলেন, লিখিত অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সুত্র:নিউজ টুয়েন্টিফোর